মেলবোর্ন, ১ জানুয়ারি : মঙ্গলবার রাতে বছরের শেষে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ২০২৪ এর বিশ্বের বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে।
খুবই আশ্চর্যের ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই সেরা একাদশে জায়গা পাননি সময়ের সেরা অধিনায়ক অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তাঁর জায়গায় এই সেরা একাদশের নেতৃত্ব দেবেন জাসপ্রীত বুমরাহ।
২০২৪ এর বর্ষসেরা টেস্ট একাদশে পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা পেয়েছেন সর্বোচ্চ ৩ জন ইংল্যান্ডের ক্রিকেটার। এছাড়া ভারত, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার আছেন দুজন করে। আর শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার আছেন একজন করে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বের বর্ষসেরা একাদশ:
ওপেনার: যশস্বী জয়সওয়াল (ভারত), বেন ডাকেট (ইংল্যান্ড)
মিডিল অর্ডার : জো রুট (ইংল্যান্ড), রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা)
উইকেটকিপার: অ্যালেক্স ক্যারি(অস্ট্রেলিয়া)
বোলার: ম্যাট হেনরি (নিউজিল্যান্ড), জাসপ্রীত বুমরাহ (ভারত), জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) এবং কেশভ মহারাজ(দক্ষিণ আফ্রিকা)।