Game

2 days ago

Italian Super Cup: ইন্টার মিলান সেমিফাইনালে

Inter Milan (Symbolic picture)
Inter Milan (Symbolic picture)

 

রিয়াধ, ৩ জানুয়ারি  : ডিফেন্ডিং সেরি এ চ্যাম্পিয়ন ইন্টার মিলান বৃহস্পতিবার রাতে ইতালিয়ান সুপার কাপ সেমিফাইনালে পৌঁছেছে। কোয়াটার ফাইনালে তারা আধিপত্য বিস্তার করে ২-০ গোলে হারিয়েছে আটলান্টাকে। ডেনজেল ​​ডামফ্রিস নেরাজ্জুরি দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন, আটলান্টার বিরুদ্ধে ইন্টার মিলনের এটি সরাসরি ৭টি জয়। টানা ৪ বারের মত সুপার কাপ জেতার লক্ষ্য থাকবে ইন্টারের।

শুক্রবার জুভেন্টাস অন্য সেমিফাইনাল ম্যাচে এসি মিলানের মুখোমুখি হবে, পাওলো ফনসেকাকে বরখাস্ত করার পর সার্জিও কনসিকাও মিলানের কোচ হিসেবে অভিষেক হবে এই ম্যাচে। সৌদি আরবে ৪ দলের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে সোমবার।

You might also like!