দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও হোদেইদাহ শহরে রেড সি বন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি পরিচালিত সম্প্রচারমাধ্যম আল মাসিরাহ এ তথ্য জানিয়েছে।
এর আগে গত সপ্তাহে ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইয়েমেনের হুতিরা। গাজায় ইসরায়েলের ‘হত্যাযজ্ঞের’ প্রতিক্রিয়ায় এ হামলার কথা জানায় হুতিরা। গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য এ ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে তারা। গত সপ্তাহে হুতিদের ওই হামলায় অন্তত ১২ ইসরায়েলি আহত হন। গত শনিবার তেল আবিবের একটি পার্কে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলে ওই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যর্থ হয়।ওই ঘটনার পর থেকে ইয়েমেনকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
এর মধ্যেই আজ সানার বিমানবন্দর ও সামরিক ঘাঁটি, হোদেইদাহের পাওয়ারপ্ল্যান্ট লক্ষ্য করে বিমান হামলা চালানোর ঘটনা ঘটেছে। হুতি বিদ্রোহী ও প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলের পক্ষ থেকেও হুতিদের অবস্থান লক্ষ্য করে হামলার বিষয়টি স্বীকার করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ব্যবহৃত অবকাঠামোয় হামলা করা হয়েছে। এ ছাড়া পাওয়ার স্টেশন ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।এ হামলা প্রসঙ্গে আইডিএফ বলেছে, হুতিরা ইরানের অক্ষের একটি কেন্দ্রীয় অংশ। আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ লক্ষ্য করে তাদের আক্রমণ এ অঞ্চল এবং বিস্তৃত বিশ্বকে অস্থিতিশীল করে চলেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ‘আমাদের সেনাদের হুতি অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছি। কারণ, যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব।’