কলকাতা, ৭ জানুয়ারি : কিংবদন্তি লরেন্স রো, ২০ শতকের সেরা ৫ ক্যারিবিয়ান ক্রিকেটারের একজন।তিনি ১৯৪৯ সালের ৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে টেস্ট অভিষেকেই ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে ইতিহাস গড়েন। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে কেনসিংটন ওভালে ৩০২ রান করে এখনও সেই ভেন্যুর সর্বোচ্চ স্কোরার। ট্রিপল সেঞ্চুরি করা ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে তিনি অন্যতম।
১৯৭৫-৭৬ অস্ট্রেলিয়া সফরে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পান। ১৯৭২-৮০ সালের ক্যারিয়ারে টেস্টে ২০৪৭ রান করেছেন ৪৩ গড়ে।২০১১ সালে সাবিনা পার্ক প্যাভিলিয়নের নামকরণ করে তাঁকে সম্মানিত করা হয়। ঝুঁকিপূর্ণ শিশুদের সহায়তায় রো প্রতিষ্ঠা করেন লরেন্স রো ফাউন্ডেশন।