Entertainment

17 hours ago

Shah Rukh Khan and Gourai Khan:বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন মেগাস্টারের পত্নী? মক্কা থেকে ভাইরাল হওয়া ছবির সত্যতা নিয়ে জল্পনা!

Shah Rukh Khan & Gourai Khan
Shah Rukh Khan & Gourai Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডের খ্যতনামা সুপারস্টার শাহরুখ খান, তার স্ত্রী গৌরী খান এবং মক্কায় তাদের ছেলে আরিয়ান খানের একটি ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, গুজব ছড়িয়েছে যে গৌরী খান বিয়ের ৩৩ বছর পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে গৌরীকে হিজাব পরা, আর এই ছবি ভাইরাল হওয়ার পর স্বাভাবিক ভাবেই গৌরী খানের  ধর্মীয় বিশ্বাস নিয়ে জল্পনা শুরু হয়েছে। 

মক্কায় খান পরিবারের ভাইরাল হওয়া ছবিটি আসল নয়। এটি এআই প্রযুক্তির মতো উন্নত সরঞ্জাম ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা বিশ্বাসযোগ্য কিন্তু মিথ্যা ভিজ্যুয়াল তৈরি করতে ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি এই ছবি ঘিরে নানান আলোচনায় মশগুল, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অনেকেই এই ছবিতে অসঙ্গতিগুলি নির্দেশ করেছেন এবং এটিকে জাল বলে অভিহিত করেছেন৷   বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, এই ছবির মধ্যে দিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে এবং AI-এর অপব্যবহার করা হয়েছে। 

শাহরুখ খানের সাথে তার আন্তঃধর্মীয় বিবাহের বিষয়ে গৌরী খান বরাবরই অকপট। ২০২৫ সালে জনপ্রিয় টক শো কফি উইথ করণ -এ গৌরী খান তার দৃষ্টিভঙ্গি ভাগ করে বলেন, “আমি শাহরুখের ধর্মকে সম্মান করি, কিন্তু এর মানে এই নয় যে আমি ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে যাব। আমি এটা বিশ্বাস করি না। প্রত্যেকেই স্বতন্ত্র এবং তাদের ধর্ম অনুসরণ করে। শাহরুখ কখনই আমার ধর্মকে অসম্মান করবে না এবং আমিও তার অসম্মান করব না। 

একে অপরের বিশ্বাসের প্রতি এই পারস্পরিক শ্রদ্ধা রেখেই ১৯৯১ সালে, ২৫ অক্টোবর  হিন্দু রীতিনীতি মেনে  বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাহরুখ খান এবং গৌরী খান,অবশ্য বিবাহের পূর্বে তাঁরা বহু বছর ধরেই একে অপরকে চিনতেন। শাহরুখ ও গৌরীর তিন সন্তান আরিয়ান জন্মেছেন ১৯৯৭ সালে, সুহানা জন্মেছেন ২০০০ ও আব্রাম জন্মেছে ২০১৩ সালে। ছোট থেকেই সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন এই সেলিব্রিটি তারকা। তাঁদের বাড়ি মন্নতে একই আসনে রাখা হিন্দু দেবতা ও কোরান। মন্নতে প্রতিবছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ। আনা হয় গণপতিকেও। সম্প্রতি এক সাক্ষাতে গৌরী নিজেই জানান যে আরিয়ান তাঁর বাবার ধর্মে বিশ্বাসী। আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন।শাহরুখ জানান যে তিনি তাঁর সন্তানদের বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন যে তাঁরা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়, তাঁরা ভারতীয়, এটাই তাঁদের পরিচয়। সুতরাং বলাই যায়, তাদের পরিবার বরাবরই  হিন্দু এবং মুসলিম উভয় ঐতিহ্যই বহন করে চলেছে। 

ডিজিটাল যুগে জাল সামগ্রী তৈরি করতে AI প্রযুক্তির অপব্যবহার নতুন কিছু নয়, এই ধরনের ছবি জনসাধারণকে বিভ্রান্ত করতে পারে এবং জনপ্রিয় ব্যক্তিদের খ্যাতি কলঙ্কিত করতে পারে, তাই এই ধরনের কিছু শেয়ার করার আগে যাচাই করা আবশ্যক। 

গৌরী খানের ইসলাম ধর্ম গ্রহণের দাবি সম্পূর্ণ মিথ্যা। ভাইরাল ছবিটি ডিজিটাল ম্যানিপুলেশনের একটি পণ্য, বাস্তবতা নয়। যুগের পর যুগ শাহরুখ এবং গৌরী খান প্রেম, শ্রদ্ধা এবং পারস্পরিক বোঝাপড়ার উপর নির্মিত তাদের আন্তঃধর্মীয় সম্পর্কের মাধ্যমে ভক্তদের অনুপ্রাণিত করে চলেছেন। 


You might also like!