Country

3 days ago

Jammu-srinagar Highway Traffic: জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে

Jammu-Srinagar National Highway (Symbolic picture)
Jammu-Srinagar National Highway (Symbolic picture)

 

জম্মু, ৩০ ডিসেম্বর : সোমবার জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে দু'দিক থেকেই যান চলাচল স্বাভাবিক হয়েছে।জানা গেছে , যাত্রীদের ট্র্যাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে কারণ ওভারটেকিংয়ের কারণে ট্রাফিক জ্যামের আশঙ্কা রয়েছে।ট্র্যাফিক কর্মকর্তারা দিনের বেলায় ভ্রমণের পরামর্শ দিয়েছেন এবং বিশেষ করে রামবান ও বানিহালের মধ্যে অপ্রয়োজনীয় স্টপ এড়ানোর অনুরোধ করেছেন, কারণ সেখানে ভূমিধস ও পাথর পড়ার ঝুঁকি রয়েছে।

এছাড়াও ভাদেরওয়াহ-চাম্বা রোড, মুঘল রোড এবং সিন্থান রোড তুষারপাত ও পিছলে বন্ধ রয়েছে।এছাড়াও সোনামার্গ-কারগিল সড়কও যান চলাচলের জন্য বন্ধ আছে।রাস্তা রক্ষণাবেক্ষণ সংস্থাগুলির সবুজ সংকেত পাওয়ার পরই তা খোলার অনুমতি দেওয়া হবে।

You might also like!