গঙ্গাসাগর, ৮ জানুয়ারি : সকাল থেকেই ব্যাপক হাওয়া বইছে। সাগরপাড়ে এই মুহূর্তে পৌঁছেছেন যে সমস্ত তীর্থযাত্রী তাদের অধিকাংশই স্নান সারছেন। আনাগোনা বেড়েছে পুণ্যার্থীদের। এই ছবি কপিলমুনির মন্দির থেকে লঞ্চ ঘাটেও। খেজুরের রস প্রতি গ্লাস ১০ টাকা, কিনতে পাওয়া যাচ্ছে নতুন গুড়। পাটালি ও নলেন এবং ঝোলা গুড় মিলছে। ১০ দিনের গঙ্গাসাগর মেলায় ক্রমশ ভিড় বাড়ছে। সরকারিভাবে বুধবার থেকেই মেলা। দূরদূরান্ত থেকে আসছেন পুণ্যার্থীরা। বয়স্ক তীর্থযাত্রীদের সঙ্গে বিশেষত, মহিলা ও পুরুষদের সাথে পরিবারের অন্যান্যরাও এসে পৌঁছেছেন। লক্ষ্যণীয়, মুড়িগঙ্গা - ১ নং পঞ্চায়েতের সামনে কচুবেড়িয়া থেকে সাগর যাওয়ার রাস্তায় পথে চলছে মেরামতি ও সংস্কারের জরুরি ভিত্তিতে কাজকর্ম। ছয়ের ঘেরি, মনসা দ্বীপ ইত্যাদি অঞ্চলে যাত্রী শেড-এর নির্মাণ কাজ শেষ। সাগর যেতেই পাথরপ্রতিমা থানা এলাকায় ব্যস্ততা তুঙ্গে সর্বত্র। ৪০ কিমি গতি বজায় রাখার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ। পথ চলতি গঙ্গাসাগর অভিমুখে যে সমস্ত ভক্ত চলেছেন প্রতি মুহূর্তেই তাদের সহায়তা দিতে প্রস্তুত বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরা। পূর্ত থেকে জনস্বাস্থ্য ও কারিগরি এবং পরিবহন থেকে বিদ্যুৎ সমস্ত বিভাগকে সংবেদনশীল ভূমিকা পালনের জন্য জানানো হয়েছে। অন্যদিকে, পুণ্যার্থীরা এবং তীর্থযাত্রীদের আনাগোনা ক্রমশ বাড়ছে মেলা প্রাঙ্গণে। মকর সংক্রান্তির স্নানের দিন যত এগিয়ে আসছে জনসমাগম বাড়ছে।