Country

3 days ago

Mumbai: বাতাসের গুণমানের ফের অবনতি, ধোঁয়াশায় আচ্ছন্ন মুম্বই

Air quality worsens again, Mumbai shrouded in smog
Air quality worsens again, Mumbai shrouded in smog

 

মুম্বই, ৩০ ডিসেম্বর : বাণিজ্যনগরী মুম্বই সোমবার সকালেও ধোঁয়াশার মোড়া। মুম্বইয়ের প্রভাদেবী, প্যারোল, বান্দ্রা, মেরিন ড্রাইভ প্রভৃতি এলাকা সোমবার সকালেও ধোঁয়াশার চাদরে মোড়া ছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকালে মুম্বইয়ের বাতাসের গুণগতমান ছিল মন্দ পর্যায়ে। বিগত কয়েকদিনের মতো এদিন সকালেও বাণিজ্যনগরীর সর্বত্রই ছিল ধোঁয়াশায় আচ্ছন্ন।

You might also like!