Country

2 days ago

Weather Forcast in Delhi : শীত থেকে এখনই রেহাই নেই, উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে বজায় থাকবে ঠান্ডা

Weather Forcast in Delhi
Weather Forcast in Delhi

 

নয়াদিল্লি, ৩ জানুয়ারি : জমজমাট ঠান্ডায় কাঁপছে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে শীতের দাপট বজায় থাকবে। শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশাও অব্যাহত থাকবে।দিল্লি, পঞ্জাব, হরিয়ানা-সহ দেশের বিভিন্ন রাজ্য এমনিতেই ঠান্ডায় কাঁপছে। ঠান্ডায় কম্পমান উত্তর প্রদেশও। শুক্রবার সকালেও জমজমাট ঠান্ডা অনুভূত হয়েছে দিল্লিতে। আপাতত আগামী কিছু দিন এমনই শীতের দাপট বজায় থাকবে।

ঘন কুয়াশার কারণে অমৃতসরে এদিন সকালে দৃশ্যমানতা কমে যায়, দিল্লিও কুয়াশায় আচ্ছন্ন ছিল। নতুন দিল্লি রেল স্টেশন থেকে এদিন বেশ কিছু ট্রেন দেরিতে ছেড়েছে। এছাড়াও জয়পুর, গোয়ালিয়র, বারাণসী, অযোধ্যা ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল।

You might also like!