Breaking News
 
Diljit Dosanji :সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার দিলজিৎ? অমিতাভকে প্রণাম করার পর কেন হুমকির মুখে পড়লেন গায়ক? Tamannaah Bhatia:তামান্না ভাটিয়ার অবাক করা স্বীকারোক্তি: 'ত্রিশের আগেই ছুটি নিতাম...', কী কারণে ভেস্তে গেল সেই সিদ্ধান্ত? Deepika Padukone:কল্কি ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দীপিকা? প্রধান ছবি ও প্রিক্যুয়েল, কোথাও নেই নায়িকা! জল্পনা তুঙ্গে Vidya Balan-Enrique Iglesias: ২০ বছর আগে কোন কনসার্টে গিয়েছিলেন বিদ্যা? এক রাতের স্মৃতি কীভাবে নায়িকার জীবন বদলে দিল Aaradhya Bachchan and Navya Naveli Nanda: নভেলি নন, নব্যার জীবনে আরাধ্যা: মামাতো বোনের সঙ্গে তার মিষ্টি সম্পর্ক কেমন? Sohini Sarkar: ‘মা হব না’ মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া, কীভাবে মা হতে চান তা খোলাখুলি জানালেন সোহিনী

 

Tripura

9 months ago

Governor Indrasena Reddy Nallu: ভারতের ঐতিহ্য আমাদের ধৈর্য্য ও সহনশীলতার ক্ষমতা সম্পর্কে শিক্ষা দেয় : রাজ্যপাল

Governor Indrasena Reddy Nallu
Governor Indrasena Reddy Nallu

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, মূল্যবোধ ও সভ্যতার প্রতি ছাত্রছাত্রীদের শ্রদ্ধাশীল হতে হবে। ভারতের সমৃদ্ধ ইতিহাস ও মহাকাব্যগুলি থেকে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা নিতে হবে। ভারতের ঐতিহ্য আমাদের ধৈর্য্য ও সহনশীলতার ক্ষমতা সম্পর্কে শিক্ষা দেয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু  ফটিকরায় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উৎসবের উদ্বোধন করে একথা বলেন।

অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ফটিকরায় উচ্চমাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ বছর ধরে ছাত্রছাত্রীদের গুণমানসম্পন্ন শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আশা প্রকাশ করেন এই বিদ্যালয়টি ভবিষ্যতে তার সুনাম অক্ষুন্ন রাখবে। অনুষ্ঠানে রাজ্যপাল বিদ্যালয়ের স্মরণিকারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেন, ছাত্রছাত্রীদের গুণমানসম্পন্ন শিক্ষা প্রদানে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে। ফটিকরায় স্কুলের পরিকাঠামোর উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পড়াশোনার পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও অংশ নেওয়ার জন্য তিনি ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ফটিকরায় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি নীলকান্ত সিংহ, ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক প্রমুখ।

You might also like!