Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Tripura

2 months ago

Dharmanagar sub-jail escaped : ত্রিপুরার ধর্মনগর সাব-জেল থে‌কে ফেরার সাজাপ্রাপ্ত আসামী সহ ছয় কয়েদি

Dharmanagar sub-jail (symbolic picture)
Dharmanagar sub-jail (symbolic picture)

 

ধর্মনগর (ত্রিপুরা), ১ অক্টোবর : উত্তর ত্রিপুরার সদর ধর্মনগরের কালিকাপুরে অবস্থিত সাব-জেলে কর্তব্যরত কারারক্ষীদের ওপর হামলা চালিয়ে এক সঙ্গে কুখ্যাত ছয় কয়েদি পালিয়ে গেছে। ফেরার কয়েদিদের পাকড়াও করতে কালোঘাম ছুটছে জেলা পুলিশের। ঘটনা আজ বুধবার দুর্গাপুজোর মহানবমীর দিন সকালে সংঘটিত হয়েছে।

জেল সুপার-এর দায়িত্বপ্রাপ্ত সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) দেবযানী চৌধুরী জানান, আজ সকালে কারাবন্দিদের যখন রুটিন কাজকর্মের জন্য বের করা হচ্ছিল, তখন গার্ড গেদু মিয়াঁর ওপর সম্মিলিত হামলা চালায় তারা। তাদের প্রতিহত করতে কর্তব্যরত আরও জেলকর্মীরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালিয়ে মূল গেট দিয়ে পালিয়ে গেছে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ ছয় কুখ্যাত অপরাধী। আহত গার্ড গেদু মিয়াঁকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

যারা পালিয়েছে তারা ডাকাত নাজিম উদ্দিন, রহিম আলি, সুনীল দেববর্মা (যাবজ্জীবন সাজাপ্রাপ্ত), নারায়ণ দত্ত, রোজান আলি এবং আব্দুল ফাত্তা। তাদের মধ্যে একজন অসম এবং আরেকজন বাংলাদেশের নাগরিক রয়েছে।এসডিএম দেবযানী চৌধুরী জানান, পলাতক কয়েদিদের ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলার সমস্ত থানা-ফাঁড়ি সহ অন্যান্য পুলিশ বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। পলাতক আসামীরা যাতে শহর ত্যাগ করতে না পারে সেজন্য বিভিন্ন স্থানে তালাশি চৌকি বসানো হয়েছে। ছড়িয়ে দেওয়া হয়েছে পলাতকদের ফটো।উত্তর ত্রিপুরার পুলিশ সুপার অবিনাশ কুমার রাই-এর নেতৃত্বে পদস্থ পুলিশ অফিসাররা গোটা ঘটনার তদন্তে নেমেছেন। পলাতক বন্দিদের গ্রেফতার করতে প্রয়োজনীয় কৌশল নির্ধারণ করছেন পুলিশ অফিসাররা, জানান এসডিএম।

You might also like!