Tripura

5 hours ago

Fire incident at udaipur: উদয়পুরে বিদ্যুৎ সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Fire accident at the Udaipur
Fire accident at the Udaipur

 

উদয়পুর (ত্রিপুরা), ৪ নভেম্বর : মঙ্গলবার সকালে গোমতী জেলার উদয়পুরের বনদুয়ার এলাকার বিদ্যুৎ সাবস্টেশনে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। খবর পেয়ে উদয়পুর অগ্নি নির্বাপক দফতরের অফিসার ইনচার্জ জীবন সরকার দ্রুত একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে আরও দুটি ইঞ্জিন যুক্ত করা হলেও আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় কাঁকড়াবন ও পালাটানার ওটিপিসি থেকে আরও দুইটি ইঞ্জিন এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়।

মোট পাঁচটি ইঞ্জিনের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নি নির্বাপক দফতরের ওসি জীবন সরকার জানান, কীভাবে ট্রান্সফরমার রিপেয়ারিং রুমে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই নিরাপত্তার স্বার্থে বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে যান। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আসায় এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও বিদ্যুৎ নিগমের বেশ কিছু সামগ্রী আগুনে পুড়ে গেছে বলে সূত্রের খবর।

You might also like!