তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৮ আগস্ট : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে পুলিশের বিরুদ্ধে তোলা আদায় সহ হয়রানির অভিযোগ একাংশ যান চালক সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত সবজি বিক্রেতাদের। প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা। অভিযোগ, নাকা পয়েন্টে কর্তব্যরত অবস্থায় তেলিয়ামুড়া থানার কনস্টেবল বিশ্বজিৎ মালাকার অবৈধভাবে ওভারলোডের নামে জরিমানা আদায় করার চেষ্টা করছিলেন। কনস্টেবল বিশ্বজিৎ মালাকার দাবি করেন আইনগত জরিমানা না দিলেও তাঁকে ১০০, ২০০ কিংবা ৩০০ টাকা দিতে হবে। এই ফরমান শোনার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ী এবং যান চালকরা ক্ষুব্ধ হয়ে পড়েন। জাতীয় সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন।
ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে ঘটনাস্থলে যান এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সবজি ব্যবসায়ীদের অভিযোগ, প্রায় সময় হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট দিয়ে যখন তারা বিভিন্ন পণ্য নিয়ে আসা-যাওয়া করেন তখন একটা অংশের পুলিশ কর্মীরা অবৈধভাবে তাদের কাছ থেকে তোলা আদায়ের চেষ্টা করেন এবং জরিমানার নামে অহেতুক আইনের ভয় দেখিয়ে হয়রানি করেন। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে দেখা হবে। যদি দোষী পাওয়া যায় তাহলে কনস্টেবল বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।