Breaking News
 
TMC vs ED: আইপ্যাক কাণ্ডে ইডির ইমেল বিতর্ক, সুপ্রিম কোর্টে তৃণমূলের তীব্র প্রশ্ন Election Commission of India: এসআইআর শুনানিতে মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ JEE Main: বাংলার আবেদনে সাড়া NTA-র, ২৩ জানুয়ারি জয়েন্ট মেন পরীক্ষা স্থগিত Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া

 

Tripura

4 months ago

Tripura news:বৃক্ষরোপণ কর্মসূচিতে মন্ত্রী বিকাশ দেববর্মার বার্তা—“গাছই জীবনের শ্বাস”

tree plantation program
tree plantation program

 

আগরতলা, ২৮ আগস্ট  : সবুজ পৃথিবীকে আগামীর প্রজন্মের জন্য সুরক্ষিত রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এই উপলব্ধি থেকেই ত্রিপুরা সরকারে অর্থনীতি ও পরিকল্পনা (স্ট্যাটিস্টিক্স) দফতরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরার রামনগর এলাকার মোল্লাপাড়া জুনিয়র বেসিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হল বন মহোৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দফতর মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছ রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে স্পষ্টভাবে বার্তা দেন—“গাছই জীবন। এই জীবনকে টিকিয়ে রাখতে প্রতিটি মানুষকে বৃক্ষরোপণের কাজে এগিয়ে আসতে হবে শিশু- কিশোরদের ছোটবেলা থেকেই সবুজের প্রতি ভালোবাসা গড়ে তোলা দরকার।”

এদিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না থেকে এই উদ্যোগ পরিবেশ রক্ষার বাস্তব বার্তা পৌঁছে দেয় সাধারণ মানুষের কাছে।

স্থানীয়দের দাবি, বিশ্বজুড়ে যখন বনভূমি কমে আসছে, জলবায়ু পরিবর্তনের হুমকি প্রতিদিন ঘনিয়ে আসছে, তখন ত্রিপুরা সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা। বন মহোৎসবের মাধ্যমে শুধু চারাগাছই রোপণ হয়নি, রোপিত হয়েছে এক নতুন আশার বীজ—যেখানে আগামী দিনের প্রজন্ম প্রকৃতির সাথে সহাবস্থানে বাঁচতে শিখবে। এই কর্মসূচি সমাজে এক গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দিল—“গাছ রক্ষা মানেই জীবন রক্ষা।”

You might also like!