Breaking News
 
TMC vs ED: আইপ্যাক কাণ্ডে ইডির ইমেল বিতর্ক, সুপ্রিম কোর্টে তৃণমূলের তীব্র প্রশ্ন Election Commission of India: এসআইআর শুনানিতে মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ JEE Main: বাংলার আবেদনে সাড়া NTA-র, ২৩ জানুয়ারি জয়েন্ট মেন পরীক্ষা স্থগিত Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া

 

Tripura

4 months ago

Governor visited sabroom: পশ্চিম সাব্রুমে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের খোঁজখবর নিলেন রাজ্যপাল

Governor Nallu Indrasena Reddy
Governor Nallu Indrasena Reddy

 

সাব্রুম (ত্রিপুরা), ২২ আগস্ট : দক্ষিণ ত্রিপুরা জেলার পশ্চিম সাব্রুম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইস্ট কাঁঠালছড়ি এস বি স্কুলের মাঠে শুক্রবার এক গুরুত্বপূর্ণ আলোচনামূলক অনুষ্ঠানে যোগ দেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনার রেড্ডি নাল্লু। এদিনের সফরে তিনি সরাসরি এলাকার সাধারণ মানুষ ও প্রগতিশীল কৃষকদের সঙ্গে কথা বলে সরকার পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বাস্তব চিত্র খতিয়ে দেখেন। রাজ্যপাল জনগণের কাছ থেকে জানতে চান, প্রধানমন্ত্রীর আবাস যোজনা, জল সরবরাহ, স্বাস্থ্য পরিষেবা, শৌচাগার নির্মাণ সহ নানা প্রকল্পের সুবিধাগুলি আদৌ সময়মত ও সঠিকভাবে পৌঁছে কিনা। উপস্থিত 'দিদি'-সহায়ক দলের মহিলারা তাঁদের অভিজ্ঞতার কথা রাজ্যপালকে জানান। অনেকেই জানান, বেশ কিছু ক্ষেত্রে সরকারি প্রকল্পের সুফল ইতিমধ্যেই তাঁরা পাচ্ছেন, এই কর্মযজ্ঞে তাঁরা তাঁদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। রাজ্যপাল এ প্রসঙ্গে আশ্বাস দিয়ে বলেন,"সরকারের প্রতিটি সুযোগ-সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে জনগণের কাছে পৌঁছানোই প্রশাসনের প্রধান দায়িত্ব। যেকোনও সমস্যা দ্রুত সংশ্লিষ্ট দফতরে জানালে তা খতিয়ে দেখা হবে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত, জেলা পুলিশ সুপার মরিয়া কৃষ্ণা, অতিরিক্ত জেলা সমাহর্তা সহ জেলার অন্যান্য আধিকারিকরা। তাঁরা রাজ্যপালকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের খুঁটিনাটি তথ্য উপস্থাপন করেন।এদিন বিকেলে রাজ্যপাল সাব্রুম মহকুমার তুইকুম্বা এলাকাতেও যান এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। একইভাবে তিনি এলাকার মানুষদের কাছ থেকে সরকারের প্রকল্প ও সুবিধাগুলি নিয়ে তাঁদের মতামত নেন এবং বাস্তব পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর করেন।

You might also like!