Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Tripura

4 months ago

‘Quit India’ movement: 'ভারত ছাড়ো' আন্দোলন দিবস পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস

Congress observed ‘Quit India’ movement day
Congress observed ‘Quit India’ movement day

 

আগরতলা (ত্রিপুরা), ৯ আগস্ট : শনিবার আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে 'ভারত ছাড়ো' আন্দোলন দিবস পালন করা হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামী সকল বীর শহীদদের প্রতি প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি, এদিন যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসও উদযাপন করা হয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক গোপাল চন্দ্র রায়, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্বরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, আজ ৯ আগস্ট একটি ঐতিহাসিক দিন। আজ প্রদেশ কংগ্রেস ভবনে 'ভারত ছাড়ো' আন্দোলন দিবস পালিত হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামী সকল বীর শহীদদের প্রতি প্রদেশ নেতৃত্ব বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের অবদানেই ব্রিটিশ ভারত ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু দেখা গিয়েছে বর্তমানে স্বাধীন ভারতে জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এদিন তিনি আরও বলেন, বর্তমানে ভারতবর্ষে উন্নতির নামে দূর্নীতি ছড়িয়ে পড়েছে। কয়েকবছর ধরে এক অপশক্তি গোটা দেশ পরিচালনা করছে। এই অপশক্তির বিরুদ্ধে জনগণকে লড়াই করতে হবে।

You might also like!