আগরতলা (ত্রিপুরা), ৯ আগস্ট : শনিবার আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে 'ভারত ছাড়ো' আন্দোলন দিবস পালন করা হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামী সকল বীর শহীদদের প্রতি প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি, এদিন যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসও উদযাপন করা হয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক গোপাল চন্দ্র রায়, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, আজ ৯ আগস্ট একটি ঐতিহাসিক দিন। আজ প্রদেশ কংগ্রেস ভবনে 'ভারত ছাড়ো' আন্দোলন দিবস পালিত হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামী সকল বীর শহীদদের প্রতি প্রদেশ নেতৃত্ব বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের অবদানেই ব্রিটিশ ভারত ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু দেখা গিয়েছে বর্তমানে স্বাধীন ভারতে জনগণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এদিন তিনি আরও বলেন, বর্তমানে ভারতবর্ষে উন্নতির নামে দূর্নীতি ছড়িয়ে পড়েছে। কয়েকবছর ধরে এক অপশক্তি গোটা দেশ পরিচালনা করছে। এই অপশক্তির বিরুদ্ধে জনগণকে লড়াই করতে হবে।