West Bengal

1 hour ago

Haldia Bus Accident: হলদিয়ায় দুর্ঘটনার কবলে বেসরকারি বাস, হতাহতের খবর নেই

Haldia Bus Accident
Haldia Bus Accident

 

হলদিয়া, ২৫ জানুয়ারি : পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় দুর্ঘটনার কবলে পড়ল একটি বেসরকারি বাস। রবিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে যায় যাত্রিবাহী বেসরকারি বাস। দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে বাসে মোট ৪০ জন যাত্রী ছিলেন। যদিও, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বাসটি ৪০ জন যাত্রীকে নিয়ে হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক ধরে হলদিয়ার দিকে যাচ্ছিল। সেই সময়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি নয়ানজুলিতে গিয়ে পড়ে। উল্টে যায় বাসটি, যদিও গতিবেগ কম থাকায় বাসের মধ্যে থাকা যাত্রীরা কেউই খুব বেশি আহত হননি। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে দুর্ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের সাহায্যে দ্রুত বাসের মধ্যে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, বাসটিকেও উদ্ধার করা হয়েছে।

You might also like!