
কলকাতা, ১৪ জানুয়ারি : শীতের আমেজ আছে, তবে কনকনে ঠান্ডা নেই। মকর সংক্রান্তিতে সেভাবে জাঁকিয়ে শীত পড়ল না কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। কয়েকটি জেলায় কুয়াশার দেখা মিলতে পারে। দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত উধাও হলেও, কনকনে ঠান্ডা রয়েছে পাহাড়ঘেঁষা উত্তরবঙ্গের জেলাগুলিতে।
