Tripura

1 day ago

Manik Sarkar:ত্রিপুরায় আবার জঙ্গি আনাগোনা বৃদ্ধি পাচ্ছে, সরকারকে পদক্ষেপ নিতে হবে : মানিক সরকার

Manik Sarkar
Manik Sarkar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দীর্ঘ দিন ধরে শান্ত থাকা ত্রিপুরায় নতুন করে উগ্রবাদীদের আনাগোনা বাড়ছে ও জঙ্গিরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। এই দাবি করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই বিষয়ে তাঁর আরো অভিমত, রাজ্যের বর্তমান সরকারের কাছে নিশ্চয়ই এই তথ্য রয়েছে। যদি এই তথ্য না থাকে তাহলে এটা সরকারের দুর্বলতা। বাইরে থেকে যে সকল জঙ্গিরা আসছে তারা কোথা থেকে আসছে, কোন জায়গায় সংঘটিত হচ্ছে তাদের পেছনে কোন শক্তি রয়েছে তা সরকার ভালো করে জানবে।

রবিবার সিপিআইএম দলের ত্রিপুরার মুখপত্র ডেইলি দেশের কথা পত্রিকার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানী আগরতলার মেলার মাঠ এলাকায় পত্রিকা অফিসে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মানিক সরকার। সেখানে সাংবাদিকদের তরফে রাজ্যে উগ্রবাদী সমস্যা নতুন করে সৃষ্টির আশঙ্কা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

মানিক সরকার জানান, বামফ্রন্ট ত্রিপুরার ক্ষমতায় থাকাকালীন এইসব বিষয়ে নজরদারি করেছে, ফলে তখন মূল জায়গাতে আঘাত দেওয়ার চেষ্টা হয়েছে। তখন জঙ্গিদের সঙ্গে মতাদর্শগত লড়াই যেমন চলেছে তেমনি তাদের বিভিন্ন সমস্যার বিষয়ে রাজ্য সরকার কথা শুনতো এবং তাদের সমস্যার সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করা হতো বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে। আগে তারা বিভিন্ন সময় সীমান্ত অতিক্রম করে রাজ্যের অন্যান্য জায়গায় গোলমাল বাঁধানোর চেষ্টা করত। জঙ্গিরা যাতে এই কাজে সফল না হতে পারে তার জন্য নিরাপত্তা বাহিনীকে কড়া নির্দেশ দেওয়া হত। মানুষ শান্তি ও সম্প্রীতি চায়, তাই সরকারকে সেই ভাবে কাজ করতে হবে বলে মনে করেন মানিক সরকার।

You might also like!