Game

2 days ago

Peter May: মঙ্গলবার ব্যাটসম্যান পিটার মের জন্মদিন

Peter May (Symbolic picture)
Peter May (Symbolic picture)

 

কলকাতা, ৩০ ডিসেম্বর : বার্কশায়ারের রিডিংয়ে ৩১ ডিসেম্বর ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন পিটার মে। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম ডানহাতি ব্যাটসম্যান ছিলেন তিনি। বিশ্বযুদ্ধ পরবর্তী সময়কালে তাঁকে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় হিসেবে মনে করা হয়। ১৯৫১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেকেই ১৩৮ রান করেন। ১৯৫৫ থেকে ১৯৫৮ সালে লিওনার্ড হাটনের পর ইংল্যান্ড দলের অধিনায়ক হন এবং তাঁর অধীনে দল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতে। জাতীয় দলের হয়ে ১৯৫১ থেকে ১৯৬১ সালের মধ্যে তিনি ৬৬ টেস্টে ৪৫৩৭ রান করেন, যেখানে গড় ছিল ৪৬.৭০। তাঁর সর্বোচ্চ রান ছিল ২৮৫ অপরাজিত।

১৯৫০-এর দশকের শেষার্ধ্বে গুরুতর অসুস্থ থাকায় তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে হয়। ১৯৬৩ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি ইংল্যান্ড নির্বাচকমণ্ডলীর সভাপতি এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে উইজডেন তাঁকে বর্ষসেরা ক্রিকেটার ঘোষণা করে। ১৯৯৪ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। ২০০৯ সালে তাঁকে আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়। তাঁর সম্মানার্থে সারের দি ওভালে ‘পিটার মে এনক্লোজার’ নামে একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়।

You might also like!