ব্যাংকক, ৩১ ডিসেম্বর : থাইল্যান্ড আসিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভিয়েতনামের মুখোমুখি হবে। সোমবার সুফানাত মুয়ান্তার অতিরিক্ত সময়ের গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থাইল্যান্ড ফিলিপাইনের বিপক্ষে ৩-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জয়লাভ করেছে।
উল্লেখ্য, রবিবার ভিয়েতনাম সিঙ্গাপুরের বিরুদ্ধে প্রথম লেগে ২-০ ও দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতে সামগ্রিকভাবে ৫-১ গোলে জিতে ফাইনালে গেছে।ভিয়েতনাম বৃহস্পতিবার ফাইনালের প্রথম লেগের আয়োজন করবে। ফাইনাল হবে ডাবল লেগের।