Entertainment

20 hours ago

Manmohan Singh dies: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ও প্রথিতযশা অর্থনীতিবিদ ডাঃ মনমোহন সিং,শ্রদ্ধাজ্ঞাপন বলিউড তারকাদের

Manmohan Singh (Symbolic picture)
Manmohan Singh (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মোহন যুগের অবসান। প্রয়াত হলেন ভারতের অর্থনীতি বদলের কারিগর,প্রাক্তন  প্রধানমন্ত্রী  ডাঃ মনমোহন সিং। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের মুখ ছিলেন মনমোহন সিং। কেন্দ্রে তখন ক্ষমতায় কংগ্রেসের নেতৃত্বাধীন  ইউপিএ জোট। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লি এইমসে ভর্তি করা হয় কিন্তু শেষরক্ষা আর হলনা! ৯২ বছর বয়সে বিদায় নিলেন তারাদের দেশে।

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড জগৎ, শ্রদ্ধাজ্ঞাপন একাধিক বলিউড তারকাদের।  অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মা মনমোহন সিংয়ের সঙ্গে তাঁর এক সাক্ষাৎতের পুরনো ছবি শেয়ার করে লিখেছেন,‘ভারত আজ তাঁর অন্যতম সেরা নেতাকে হারাল। ভারতের অর্থনৈতিক সংস্কারের স্থপতি এবং সততা ও নম্রতার প্রতীক ডঃ মনমোহন সিং অগ্রগতি ও আশার এক উত্তরাধিকার রেখে গেছেন। তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা এবং দূরদর্শিতা আমাদের জাতিকে রূপান্তরিত করেছিল। আপনার আত্মার শান্তি কামনা করি ডঃ সিং। আপনার অবদান কখনই ভোলা যাবে না’। 

তামিল অভিনেতা-পরিচালক কমল হাসান তাঁর X হ্যান্ডেলে মনমোহন সিংয়ের একটি ছবি শেয়ার করে লিখেছেন,‘ভারত তার অন্যতম বিশিষ্ট রাষ্ট্রনায়ক এবং পণ্ডিতকে হারাল। ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণে ভারতীয় রাজনীতিতে এক যুগের অবসান হল। ধীর ও মর্যাদা সম্পন্ন মানুষ তিনি। তিনি তাঁর দূরদর্শী অর্থনৈতিক ও সামাজিক নীতির মাধ্যমে জাতিকে নতুন রূপ দিয়েছিলেন। খুব কম লোকই জাতির গতিপথে এমন সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করতে পেরেছেন। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী উভয় হিসাবে তাঁর নীতিগুলি লক্ষ লক্ষ মানুষকে ক্ষমতায়িত করেছে। তিনি ভারতীয় গণতন্ত্রের বুননকে শক্তিশালী করেছেন এবং দুর্বলদের উন্নতি করেছেন। তাঁর শাসনকাল অন্তর্ভুক্তি এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি গভীর অঙ্গীকারের দ্বারা চিহ্নিত হয়েছিল, যাতে ভারতের অগ্রগতি সমাজের প্রতিটি কোণে পৌঁছে যায় তা নিশ্চিত করেন। তাঁর উত্তরাধিকার ভারতীয় ইতিহাসের পাতায় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, এমন একজন নেতা হিসাবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন যিনি নীরবে কিন্তু গভীরভাবে জাতির গতিপথ পরিবর্তন করেছিলেন। তাঁর পরিবার ও জাতি অন্যতম সেরা সন্তানকে হারাল, আমার তাঁদের প্রতি আন্তরিক সমবেদনা রইল।’

মাধুরী দীক্ষিত তার ইনস্টাগ্রাম স্টোরিতে মনমোহন সিংয়ের একটি ছবি শেয়ার করেছেন এবং একটি নোটে লিখেছেন,‘ডঃ মনমোহন সিংয়ের যাত্রা এবং জাতির প্রতি সেবা সত্যিকারের জ্ঞান এবং অনুগ্রহকে প্রতিফলিত করে। তাঁর নেতৃত্ব আমাদের মনে করিয়ে দেয় যে নীরব সংকল্প পাহাড়কেa টলাতে পারে। একজন অসাধারণ নেতা এবং তার চেয়েও অসাধারণ একজন মানুষ। তাঁর পরিবার এবং অগণিত প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি।’

মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অভিনেতা সানি দেওলও। একটি ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি দিয়ে মনমোহন সিংকে স্মরণ করেছেন এবং তাঁকে ‘দূরদর্শী নেতা’হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তিনি লেখেন,‘ভারতের অর্থনৈতিক উদারীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দূরদর্শী নেতা ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। জাতির প্রবৃদ্ধিতে তাঁর প্রজ্ঞা, সততা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমার আন্তরিক সমবেদনা। #RIPDr মনমোহন সিং,' লিখেছেন সানি। 

You might also like!