
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই অপ্রত্যাশিত সমস্যায় পড়েছেন স্প্লিটসভিলার দুই প্রতিযোগী, জাস্টিন ডিক্রুস এবং সাক্ষী শ্রীনিবাস। সোশাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল হয়েছে তাদের একটি ভিডিও। অনেকে তা ঘনিষ্ঠ মুহূর্ত হিসেবে প্রচার করছে এবং এমএমএস ভিডিও দাবি করছে। তবে জুটি জানিয়েছে, ভাইরাল ভিডিওটি তাদের ভ্লগের অংশ মাত্র, যা থেকে ভুলভাবে কিছু অংশ কেটে নেওয়া হয়েছে।
জাস্টিন ও সাক্ষীর একটি ভিডিও হঠাৎই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেটপাড়ায় সেই ভিডিওটি জাস্টিন ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী সাক্ষীর অন্তরঙ্গ মুহূর্ত বলে শেয়ারও করা হচ্ছে। আসলে তাঁদের ভ্লগের স্বার্থে করা একটি ভিডিও থেকে এমনই এক অংশ কেটে নিয়ে কেউ এমএমএস ভিডিও হিসেবে ছড়িয়ে দিয়েছেন, যা থেকেই সব সমস্যার সূত্রপাত। ভাইরাল ভিডিওটি যে এমএমএস নয়, তা যে একেবারেই ভুলভাবে তৈরি তা সাফ জানিয়ে দিলেন সাক্ষী ও শ্রীনিবাস।
সোশাল মিডিয়ায় একটি ভিডিও-র মাধ্যমে জাস্টিন ও সাক্ষী স্পষ্ট করেছেন, “যাঁরাই এই ভিডিও দেখছেন তাঁদের সকলকে অনুরোধ করব যে এই ভিডিও দেখা থেকে দয়া করে বিরত থাকুন। এটা কোনও এমএমএস নয়। এরকম কোনও লিংকও নেই। এটা আমাদের ভ্লগের একটা অংশ। ফাঁদে পা দেবেন না।” জাস্টিন ও সাক্ষী আরও বলেন যে, “দেড় থেকে দু’লক্ষ মানুষ এই ভিডিওটি শেয়ার করেছেন। এরা কীরকম মানুষ? আমাদের অনেক ভালো ভালো ভ্লগ রয়েছে সেগুলোতে দয়া করে নজর দিন। দেখুন। সেগুলোকে ভাইরাল করুন। একটা ভুল ভিডিওকে নয়। যে ভিডিও ভাইরাল হয়েছে তা আমাদের একটি ভ্লগের অংশ। যা নিয়ে ভুলভাবে একটা খারাপ ভিডিও তৈরি করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তাই এর উপর ভিত্তি করে সবটা বিশ্বাস করবেন না।”
