Entertainment

1 hour ago

Hema Malini Speaks: ‘গদর ২’র সাফল্যের পরও ফের ছাড়া ছাড়া দেওল পরিবার, হেমা মালিনী জানালেন সানির ভূমিকা

Sunny Deol, Esha Deol, Bobby Deol and Hema Malini
Sunny Deol, Esha Deol, Bobby Deol and Hema Malini

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ধর্মেন্দ্রের মৃত্যুর পর দেওল পরিবারে অন্দরের সমীকরণ নিয়ে চলছে নানা জল্পনা। দুই পরিবারের মধ্যে সম্পর্ককে ঘিরে সামাজিক ও বিনোদনমাধ্যমে সমালোচনা স্পষ্ট। যদিও হেমা মালিনী বা ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী পক্ষের কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি, কিন্তু পরিবারে ছয় সন্তান—সানি দেওল, ববি দেওল ও তাদের দুই বোন এবং হেমার দুই মেয়ে ঈশা ও অহনা—এর সম্পর্ক সবসময়ই সংবাদ শিরোনাম হয়েছে। গত চার দশক ধরে সানি-ববি এবং ঈশা-অহনা মধ্যে দূরত্ব বজায় ছিল। তবে দীর্ঘ এই ফাঁক কিছুটা ঘুচেছিল সানি দেওলের ‘গদর ২’ ছবির সাফল্যের পর। যদিও এখন নাকি ফের ছাড়া ছাড়া দুই পরিবার। ধর্মেন্দ্রের দুই পুত্র সানি ও ববিকে নিয়ে কী ভাবেন, জানিয়েছেন হেমা। 

অতীতে সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে হেমা জানিয়েছিলেন, “সানি আসলে ধর্মেন্দ্রের ছায়া। হাঁটাচলা, ব্যবহার, কথাবার্তা—সব কিছুতেই তার বাবা যেন জীবন্ত।” তিনি আরও বলেছিলেন, “সানি খুব ভালো ছেলে, সবকিছুতে সকলকে আগলে রাখে।” ঈশা দেওলও বড় দাদার প্রতি স্নেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘‘আমাদের অনেক উপহার দেয়। বিদেশে ঘুরতে গেলে দাদার সঙ্গে সময় কাটাই। আমার বাহারি সব জুতোর কেনার আবদার সানি দাদা মেটায়।’’


হেমা সেই সময় ওই সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘ সানি আসলে ওঁর বাবার মতো। একেবারে ধরমজির ছায়া। হাঁটাচলা, কথাবার্তা, ব্যবহার সবই। ও সকলকে আগলে রাখে। খুব ভাল ছেলে।’’ সানির ছবির সাফল্যের পর তাঁকে শুভেচ্ছাও জানিয়েছিলেন হেমা। অপরদিকে ববিকে নিয়ে হেমা মন্তব্য করতে চাননি। তিনি উল্লেখ করেছেন যে ববি ছোট, তাই তার ধ্যানধারণা এবং জীবনধারা আলাদা। এই ‘অদৃশ্য দূরত্ব’ এখনও বজায় রয়েছে। 


You might also like!