Entertainment

8 hours ago

Shraddha Kapoor-Shakti Kapoor: বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের স্বাস্থ্য নিয়ে জল্পনা, হাসপাতালে বাবার সঙ্গে দেখা গেল শ্রদ্ধাকে

Shraddha Kapoor’s hospital visit with father Shakti Kapoor
Shraddha Kapoor’s hospital visit with father Shakti Kapoor

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শুক্রবার মুম্বইয়ের একটি হাসপাতালে দেখা গেছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে তার বাবা শক্তি কাপুরের সঙ্গে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া এই মুহূর্ত দেখেই অনেকের মনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। যদিও কোনো পক্ষই এখনও অফিসিয়ালি কিছু জানাননি, তবে হাসপাতালের বাইরে উপস্থিত শ্রদ্ধা সতর্ক হয়ে পাপারাজ্জিদের ভিডিও না করার অনুরোধ করেন।

 এই দিন হাসপাতালের বাইরে শ্রদ্ধা এবং ৭৩ বছর বয়সী শক্তি কাপুরকে মুখে মাস্ক পরে দেখা গেছে। ছবি ও ভিডিও তুলতে উদ্যত হওয়া ফটোগ্রাফারদের লক্ষ্য করেই শ্রদ্ধা সরাসরি “ভিডিও করবেন না” বলে অনুরোধ করেন। এর মধ্যই প্রশ্ন জেগেছে শক্তি কাপুর কেন হাসপাতালে গিয়েছিলেন।  যদিও এই নিয়ে অভিনেতা বা তাঁর পরিবার কিছু খোলসা না করলেও শোনা যাচ্ছে যে, রুটিন চেক আপেই নাকি গিয়েছিলেন তাঁরা।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে শ্রদ্ধা কাপুর ‘ইথা’ ছবির শুটিং করার সময় তার বাঁ পায়ে মারাত্মক চোট পায়, যার ফলে পা ভেঙে যায় অভিনেত্রীর। সেই ঘটনার পর দীর্ঘদিন প্রকাশ্যে দেখা যায়নি অভিনেত্রীকে। এই প্রথম সেই চোটের পরে হাসপাতালের বাইরে তাকে দেখা গেল। লক্ষণ উতেকার পরিচালিত ‘ইথা’ ছবিতে শ্রদ্ধাকে দেখা যাবে ‘ভিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকার’ চরিত্রে, যা শীঘ্রই মুক্তির অপেক্ষায়। এদিন হাসপাতালের বাইরে বাবা-মেয়ের সঙ্গে উপস্থিতি তাদের স্বাস্থ্য নিয়ে অনুরাগীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, তবে পারিবারিক সূত্রে জানা যাচ্ছে এটি শুধুই রুটিন স্বাস্থ্য পরীক্ষা।


You might also like!