Life Style News

4 days ago

Benefits of orange peel: কমলালেবুর সাথে কমলালেবুর খোসাও খান,মিলবে দুর্দান্ত উপকারিতা!

orange peel (Symbolic picture)
orange peel (Symbolic picture)

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতকাল আর কমলালেবু একদম অনবদ্য  কম্বিনেশন। শীতকালে কমলালেবু খাওয়ার প্রবনতা ঘরে ঘরে।  ভিটামিন সি-তে ভরপুর এই ফল শরীরেরে জন্য যেমন ভালো তেমন স্বাদেও দারুন। মিষ্টি,টক উভয়ই কমলালেবু বাজারে কিনতে পাওয়া যায়। অনেকেই এই  কমলালেবু দিয়ে কেক,পেস্ট্রি বা কমলালেবুর জুস বানিয়ে খান। এমনকি কমলালেবুর বীজও স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আর কমলালেবুর খোসা  শরীরের জন্য ভালো, জেনে নিন এর উপকারিতা! 

কমলালেবুর খোসায় প্রচুর পুষ্টিগুণ রয়েছে। ত্বক থেকে শুরু করে শ্বাস-প্রশ্বাসের সমস্যা দূর করতে সাহায্য করে কমলালেবুর খোসা। শীতকালে বাড়িতে কমলালেবু আনা হলে তার খোসা ফেলে না দিয়ে খাওয়া শুরু করতে পারেন। শরীরে নানা উপকার হবে। কমলালেবুর মধ্যে ভিটামিন সি ও নানা পুষ্টিগুণ রয়েছে। কমলালেবুর খোসাতেও তা উপলব্ধ। আর কমলালেবুর খোসাতে যে খনিজ পদার্থ পাওয়া যায়, সেগুলো স্বাস্থ্যের জন্য অপরিহার্য। কমলালেবুর খোসা ভিটামিন, মিনারেলে ভরপুর। এটি খেলে হজম ভালো হয়। চাপ কমে। চিন্তা কমে। মুড ভালো হয়। হ্যাংওভার কাটে। ত্বক উজ্জ্বল হয়। ত্বকের স্বাস্থ্য ভালো হয়।

কমলালেবুর খোসায় রয়েছে  ফাইবার, ভিটামিন সি, ফোলেট, ভিটামিন বি৬, ক্যালশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে। এগুলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। কমলালেবুর খোসায় পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এ ছাড়া অ্যান্টি-ক্যান্সারিয়াস উপাদানও রয়েছে। সঙ্গে রয়েছে লাইমোনেনের মতো রাসায়নিক যৌগ। এই উপাদানগুলো ক্যানসার বিরোধী। ফলে কমলালেবুর খোসা ক্যানসারের বিরুদ্ধে লড়তেও সাহায্য করে।

এ বার প্রশ্ন হল, কমলালেবুর খোসা কীভাবে খাবেন? এটি সরাসরি খাওয়া শরীরের পক্ষে একেবারেই সুরক্ষিত নয়। এ ছাড়া কমলালেবুর খোসা স্বাদে তেঁতো। তাই এটি খাওয়ার আগে কমলালেবুর খোসা গরম জলে ভালো করে ধুয়ে নিতে হবে। সরাসরি খাওয়ার জায়গায় স্যালাড, স্যান্ডউইচ, স্মুদি ইত্যাদিতে মিশিয়ে কমলালেবুর খোসা খেতে পারেন। এ ছাড়া কমলালেবুর খোসা গুঁড়ো করে তা চায়ে দিয়ে খেতে পারেন। কমলালেবুর খোসার জেলি বানিয়ে খেতে পারেন।


You might also like!