Breaking News
 
Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া Nora Fatehi Rumoured Boyfriend Achraf hakimi : মাঠের হিরো না কি বিতর্কিত নায়ক? নোরার হৃদয়ে জায়গা করে নেওয়া হাকিমির বিরুদ্ধে পুলিশের খাতায় কোন গুরুতর অভিযোগ? Dev:ভোটার তালিকা নিয়ে কমিশনের মুখোমুখি দেব! ‘সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়’, মানবিক হওয়ার বার্তা তৃণমূল সাংসদের Mohammad Rizwan:মাঠে না কি সার্কাস? রিজওয়ান-হাসানের পারফরম্যান্সে বিরক্ত ক্রিকেট বিশ্ব, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি ভক্তদের তোপের মুখে দুই তারকা

 

Life Style News

4 months ago

Budget travel tips:ভ্রমণের বাড়তি খরচে দুশ্চিন্তা? মাথায় রাখুন এই সহজ কৌশলগুলি

budget travel tips
budget travel tips

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :ভ্রমণে বেরোনোর আগে যতই বাজেট বানান না কেন, বাস্তবে খরচ প্রায়ই হিসেবের বাইরে চলে যায়পরিকল্পিত টাকার চেয়ে তিন-চার হাজার, কখনও তারও বেশি খরচ হয়ে যায় অজান্তেইতবে কিছু বিষয় আগে থেকে মাথায় রাখলে এই অতিরিক্ত খরচের বোঝা সহজেই কমানো সম্ভব

হোটেল বুকিং করার ক্ষেত্রে অনেক সময় অনলাইনে বুকিং করতে গিয়ে অনেক সময় ছাড়ের আশায় বুকিং তো করে ফেলেন। কিন্তু বিভিন্ন হিডেন চার্জেস আপনার নজরে আসে না। এ ক্ষেত্রে চেষ্টা করবেন অনলাইনে বুকিং করার আগে ব্যক্তিগতভাবে ওই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলে নেওয়া যদি তাতে খরচ কমানো সম্ভব হয়

যেকোনও পর্যটন কেন্দ্রেই পর্যটক দের দেখা মাত্রই সেখানকার সমস্ত জিনিসের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয়। যেমন ধরুন গাড়ি অথবা সেখানকার লোকাল বাজারের জিনিসপত্র সবকিছুর দাম পর্যটকদের জন্য থাকে বেশি। তাই বেড়াতে গেলে এই আনুষঙ্গিক খরচগুলির দিকে বিশেষভাবে নজর দিন। সম্ভব হলে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন।

এক রকম বাজেট করে নিয়ে যাওয়ার পর তা অনেক ক্ষেত্রেই বেশি হয়ে যায় বহু ক্ষেত্রেই যখন গাড়ি পার্ক করে আপনি কোনও দর্শনীয় স্থান দেখতে যাবেন। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে ঘন্টা প্রতি পার্কিং চার্জের কথাও। এক এক জায়গায় এই টাকা এক এক রকম হয়। যা অনেক সময় হিসেবের মধ্যে থাকে না।

জল ও খাবারদাবার সব সময়ই পর্যটন কেন্দ্র গুলিতে পর্যটকদের থেকে বেশি নেওয়া হয়। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব শুকনো খাবার সঙ্গে রাখতে তাহলে অনায়াসে বেড়াতে গিয়ে এই বাড়তি খরচ গুলি থেকে বাঁচতে পারবেন। আপনি আপনার সাধের ট্যুর হয়ে উঠবে আনন্দের থাকবে না কোন দুশ্চিন্তাও।

You might also like!