স্টুটগার্ট, ১৭ আগস্ট : স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় শনিবার রাতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে বছরের দ্বিতীয় শিরোপা জিতল মিউনিখ।
মরসুমে গোলের খাতা খুলতে বেশি সময় নিলেন না হ্যারি কেইন। নতুন দলের হয়ে পথচলা শুরুর ম্যাচে জালের দেখা পেলেন লুইস দিয়াসও। দুই ফরোয়ার্ডের গোলে জার্মান সুপার কাপ জিতল বায়ার্ন মিউনিখ।
বল দখলের পাশাপাশি গোলের জন্য নেওয়া শটের হিসাবে লড়াই হয় বেশ। লক্ষ্যে শট রাখায় তো স্টুটগার্টই ছিল এগিয়ে, বায়ার্নের ১৭ শটের তিনটি লক্ষ্যে, স্টুটগার্টের ১৪ শটের পাঁচটি লক্ষ্যে।
আগামী শুক্রবার লাইপজিগের বিপক্ষে ম্যাচ দিয়ে বুন্ডেসলিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বায়ার্ন মিউনিখ।