কুয়ালালামপুর, ১৬ আগস্ট : এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এ ভারতের এফসি গোয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছে রোনাল্ডোর ক্লাব আল-নাসর। তবে সিআরসেভেন যে খেলতে আসবেন, সেটা নিশ্চিত নয়। শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এ’র ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে ৩২ দলকে আট গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘ডি’ তে সৌদি আরবের আল নাসরের সঙ্গী ভারতের এফসি গোয়া, ইরাকের আল জাওরা এফসি এবং তাজিকিস্তানের এফসি ইস্তিকলোল।
গোয়া এবং আল নাসরের সঙ্গে একই গ্রুপে থাকার জন্য ভারতের ফুটবল প্রেমিদের আশা জেগেছে রোনাল্ডোকে কাছ থেকে দেখার। প্রতিযোগিতায় গ্রুপ পর্বে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা হয়। ফলে আল নাসরের সঙ্গে খেলতে সৌদি আরবে যাবে গোয়া আর সৌদির ক্লাবটিকেও খেলতে আসতে হবে ভারতে। এই নিয়ম থাকা সত্বেও রোনাল্ডোর আসা নিশ্চিত নয়। চুক্তি অনুযায়ী, রোনাল্ডোর নাকি এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য নন। চুক্তির এই শর্ত সত্যি হলে, রোনাল্ডোর ভারতে খেলতে আসা নির্ভর করবে তার ইচ্ছার উপর।তবে রোনাল্ডো না এলেও আল নাসরের হয়ে খেলতে ভারতে আসতে পারেন সাদিও মানে, ফেলিক্স, ইনিগো মার্টিনেজের মতো তারকা ফুটবলাররা।
উল্লেখ্য,১৪ বছর আগে ভারতে ভেনেজুয়েলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন লিওনেল মেসি। চলতি বছরের ডিসেম্বরেও তার ভারতে আসার কথা রয়েছে। তা যদি হয় তাহলে একই প্রজন্মের দুই সেরা ফুটবলারকে দেখার সৌভাগ্য হবে ভারতের ক্রীড়া প্রেমীদের। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে পরের বছরের ১৬ মে পর্যন্ত চলবে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এ’র ম্যাচ। এর মধ্যে গ্রুপ পর্বের ম্যাচগুলো চলবে ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।