Country

3 hours ago

Amit Shah:সীতামরিতে মা সীতার জন্মস্থানে মন্দির প্রকল্প নিয়ে অমিত শাহর বার্তা

Amit Shah
Amit Shah

 

নয়াদিল্লি, ৮ আগস্ট : “জয় মা জানকী, আগামীকাল সমগ্র দেশের জন্য, বিশেষ করে মিথিলার জন্য এক বিরাট সৌভাগ্য ও আনন্দের দিন”। বৃহস্পতিবার রাতে এক্সবার্তায় এ কথা লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি লিখেছেন, “বিহারের সীতামরিতে মা সীতার জন্মস্থানে পবিত্র 'পুনৌরধাম মন্দির' এবং কমপ্লেক্সের সামগ্রিক উন্নয়নের জন্য মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

এছাড়াও, এখানে আগত ভক্তদের সুবিধার্থে যোগাযোগ বৃদ্ধির জন্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীতামরী-দিল্লি অমৃত ভারত ট্রেনের অনুমোদন দিয়েছেন, যা আগামীকাল চালু হবে।”

প্রসঙ্গত, দেবী সীতার জন্মস্থান বলে পরিচিত পুনৌরধাম মন্দিরের ব্যাপক উন্নয়নের মাধ্যমে বিহার বিশ্বব্যাপী স্বীকৃতি পেতে চলেছে বলে কেন্দ্রের দাবি। সরকার সীতামরি জেলার মন্দির কমপ্লেক্সকে অযোধ্যার মতো একটি প্রধান আন্তর্জাতিক ধর্মীয় পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার লক্ষ্য নিয়েছে। বিহার সরকার মন্দিরের উন্নয়নের জন্য জমি অধিগ্রহণ এবং অবকাঠামো সম্প্রসারণ সহ মোট ৮৮২.৮৭ কোটি টাকা ব্যয় অনুমোদন করেছে।

You might also like!