নয়াদিল্লি, ৯ আগস্ট : আবারও মুষলধারে বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। শনিবার ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় দিল্লি-এনসিআর-এ। সেই বৃষ্টি থামেনি শনিবার সকালেও। মুষলধারে বৃষ্টিতে দিল্লির নানা অংশে রাস্তায় জল জমে গিয়েছে। ফলে সমস্যায় পড়তে হয় রাজধানীর বাসিন্দাদের। শনিবার ভোররাত থেকে দিল্লির বসন্ত কুঞ্জ, মিন্টো ব্রিজ, আর কে পুরম প্রভৃতি এলাকায় বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি হয়েছে উত্তর প্রদেশের নয়ডাতেও। অবিরাম বৃষ্টির মধ্যেই শনিবার সকালে ঘুম ভেঙে দিল্লিবাসীর। বৃষ্টি এতটাই হয়েছে যে নানা স্থানে রাস্তায় জল জমে গিয়েছে। দিল্লির আইটিও এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, মুনিরকা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের সামনে জল জমে যাওয়ার কারণে যাত্রীরা সমস্যায় পড়েছেন। দিল্লির মোতি বাগ এলাকাতেও রাস্তায় জল জমেছে। দিল্লির এপিএস কলোনিতেও ব্যাপক জল জমেছে।