Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Game

6 hours ago

Ajit Wadekar tribute:ভারতের প্রাক্তন অধিনায়ক অজিত ওয়াদেকরের প্রয়াণ দিবস শুক্রবার

Ajit Wadekar tribute
Ajit Wadekar tribute

 

কলকাতা, ১৫ আগস্ট :অজিত লক্ষ্মণ ওয়াদেকর। ১ এপ্রিল মুম্বইয়ে জন্মগ্রহণকারী ভারতীয় এই ক্রিকেটার ১৫ আগস্ট প্রয়াত হয়েছিলেন। ১৯৬৬ থেকে ১৯৭৪ সময়কালে ভারত ক্রিকেট দলের হয়ে খেলেছেন তিনি। এছাড়াও, দলের অধিনায়কের দায়িত্বেও ছিলেন তিনি। আক্রমণধর্মী বামহাতি ব্যাটসম্যানরূপে ভারত দলে খেলেছেন। পাশাপাশি বামহাতি মিডিয়াম ও স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলিংয়েও পারদর্শিতা দেখিয়েছেন

১৯৫৮ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর ১৯৬৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেন। তার অধিনায়কত্বে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয় করে ভারত।

১৯৭৪ সালে তার অধিনায়কত্বে ইংল্যান্ড সফরে যায় ভারত। ওই সফরে ভারত একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নেয়। কিন্তু সিরিজে ব্যর্থ হয় দল। সিরিজে দলের ব্যর্থতায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।

কেরিয়ারে খেলেছেন ৩৭টি টেস্ট, করেছেন ২১১৩ রান। সেঞ্চুরি করেছেন ১টি। অর্ধ সেঞ্চুরি রয়েছে ১৪টি, আর একদিনের ম্যাচ খেলেছেন ২টি, রান করেছেন ৭৩।

১৯৯০-এর দশকে মোহাম্মদ আজহারউদ্দীনের নেতৃত্বাধীন ভারত দলের ম্যানেজার ছিলেন তিনি। খুব স্বল্প কয়েকজন ক্রিকেটারের একজনরূপে ভারত দলের পক্ষে টেস্ট খেলোয়াড়, অধিনায়ক, কোচ/ম্যানেজার ও দল নির্বাচকমণ্ডলীর সভাপতি ছিলেন। লালা অমরনাথচান্দু বোর্দেও এ সকল দায়িত্ব পালন করেছিলেন।

ভারত সরকার কর্তৃক ১৯৬৭ ও ১৯৭২ সালে যথাক্রমে অর্জুন পুরস্কার ও পদ্মশ্রী পুরস্কার পান। এছাড়াও অন্যান্য পুরস্কারের মধ্যে সি. কে নায়ড়ু ‌আজীবন সম্মাননা লাভ করেন তিনি।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৫ আগস্ট, ২০১৮ তারিখে মুম্বইয়ের জসলোক হাসপাতালে ৭০ বছর বয়সে অজিত ওয়াদেকরের দেহাবসান ঘটে।

You might also like!