কলকাতা, ৫ আগস্ট : বাংলা-বাংলাদেশি ভাষা নিয়ে চলতি বিতর্কে এখনও প্রকাশ্যে বিশ্লেষণে যাননি দুই বাংলায় সর্বজনস্বীকৃত ভাষাতাত্ত্বিক পণ্ডিত ডঃ পবিত্র সরকার। তবে, এ বিষয়ে তিনটি ‘লিমেরিক’ সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন। লিমেরিক হল একটি বিশেষ ধরনের পাঁচ লাইনের কবিতা, যা সাধারণত হাস্যরসাত্মক হয় এবং একটি নির্দিষ্ট ছন্দ ও মিলের বিন্যাস অনুসরণ করে। একে ‘পঞ্চপদী’ ছড়াও বলা হয়।
‘কী চলেছে বাপু ?’ শিরোনামের লিমেরিকে প্রাক্তন উপাচার্য, সাহিত্যিক, নাট্যসমালোচক, শিক্ষাবিদ, গবেষক, গায়ক অধ্যাপক সরকার লিখেছেন, “বাংলা 'বাংলাদেশী ভাষা', উর্দু নাকি 'ইসলামি'-- দিল্লিতে কী চলছে এসব, মূর্খতা, না ফাজলামি ? বিশ্ববিদ্যালয় আর পুলিশে কে ধরেছে নেশা কীসের ? ইডিয়টদের রাজধানী আজ দিল্লি--বলব তাই আমি ?” ‘আসলে ওরা কী ?’ শীর্ষক শিরোনামের এক লিমেরিকে তিনি লিখেছেন, “কবে সে 'বাঙ্গালা' ছিল, সেটাই হল 'বাংলা' মুখে। ইংরেজি 'বেঙ্গলি', সেও Bangla এখন লিখছে সুখে। এবার কে এক দিল্লি পুলিশ, হয় বদমাশ, নয় তো foolish, 'বাংলাদেশী ভাষা' লিখছে, ধিক্কার দিই সে বুদ্ধুকে।” এর আগে ‘অবাক কাণ্ড’ শীর্ষক শিরোনামের লিমেরিকে তিনি লিখেছেন, “বাংলাভাষা বলছে ওরা, তাই মুসলমান, আর কী বেশি প্রমাণ চাইছ, এ লোকগুলো নির্ঘাত ওই বাংলাদেশী। অশিক্ষিতের সমীকরণ দেশের বুঝি আনবে মরণ ; ভারত কবে ছিল এমন নির্বোধ বাঙালি-বিদ্বেষী ?”
২০১১ সালে তোলা ঢাকার বাংলা একাডেমির পুরোনো বাড়িতে ব্যাকরণ-নির্মাণ ও সম্পাদনার বৈঠকের ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে আছেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক রফিকুল ইসলাম। পবিত্রবাবু লিখেছেন, “ করোনা দুজনকেই ছিনিয়ে নিয়েছ, এই ব্যক্তি এখনও টিকে আছে। ছবিটি তুলেছিলেন রাজীব চক্রবর্তী। বন্ধুদের জন্য, ইতিহাসের চিহ্ন হিসেবে।”