দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছিলেন মডেল ও অভিনেত্রী রুচি গুজ্জর। সেই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নানা গুঞ্জন চলছিল। তবে বর্তমানে চর্চার কেন্দ্রে উঠে এসেছে হিন্দি ক্রাইম থ্রিলার ‘সো লং ভ্যালি’-র প্রিমিয়ারে ঘটে যাওয়া নাটকীয় ঘটনা। মুম্বইয়ের একটি সিনেমা হলে আয়োজিত ওই প্রিমিয়ারে হাজির হয়ে রুচিকে একপ্রকার বিস্ফোরক মূর্তিতে দেখা যায়। ভাইরাল একটি ভিডিওয় ধরা পড়েছে, পায়ের স্যান্ডেল খুলে তিনি ঝাঁপিয়ে পড়ছেন ছবির অন্যতম প্রযোজক মান সিংয়ের উপর। মুহূর্তে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও, যা ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। উল্লেখযোগ্য, মান সিং শুধু এই ছবির প্রযোজক নন, তিনি ছবির কাহিনিকারও।
কেন রুচির ক্ষোভ করণ-সহ ওই ছবির প্রযোজকদের বিরুদ্ধে? অভিনেত্রীর অভিযোগ, তিনি প্রযোজকদের প্রায় ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন। তাঁরা কথা দিয়েছিলেন রুচিকে নিয়ে সোনি টিভিতে একটি শো বানাবেন। কিন্তু সেই টাকা তাঁরা ছবিটির নির্মাণে লাগিয়ে দিয়েছেন। এই অভিযোগেই ছবির অন্যতম প্রযোজক করণের বিরুদ্ধে। সেই সঙ্গেই প্রিমিয়ারে হাজির হয়েও তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে দাবি। জানা গিয়েছে, রুচির সঙ্গে রীতিমতো একটি দল সেখানে হাজির হয়। অনেকের হাতেই ছিল প্ল্যাকার্ড। তাঁরা স্লোগান দিচ্ছিলেন প্রযোজকদের বিরুদ্ধে।
বলে রাখা ভালো ‘সো লং ভ্যালি’র তিন প্রযোজক মান সিং, করণ সিং, মহসিন খান। তাঁদের মধ্যে করণ রুচির কাছ থেকে এককালীন ২৩ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। বৃহস্পতিবার দায়ের করা এফআইআরে তাঁর নামই রয়েছে। পুলিশের তরফে এফআইআরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যার উল্লেখ করে এক অভিসার জানিয়েছেন, ”অভিযোগ টিভি শো-টি তৈরিই করা হয়নি। করণ টাকা ফেরতও দেননি।” এদিকে গুজ্জরের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল আম্বোলি থানাতেও এফআইআর দায়ের করেছেন প্রযোজকদের বিরুদ্ধে।
এদিকে প্রিমিয়ারে গোলমালের বিষয়টিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলে কটাক্ষ করেছেন মান সিং। তাঁর দাবি, রুচি চেয়েছিলেন ছবিটির মুক্তি আটকাতে। কিন্তু শেষপর্যন্ত আদালতের সম্মতি মেলায় ছবি নির্ধারিত সময়েই মুক্তি পেয়েছে। আর তাতেই ক্ষুব্ধ হয়ে রুচি এসেছিলেন গোলমাল করতে।