
ভাঙড়, ২৬ অক্টোবর : আবারও শাসক দ্বন্দে উত্তাল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা এলাকা। শনিবার রাতে তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদের ঘটকপুরের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। কাইজারের অভিযোগ, তৃণমূল বিধায়ক শওকত মোল্লার লোকজন এই ভাঙচুর চালিয়েছে। এই ভাঙচুরের ঘটনায় রাতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ভাঙড় ও কাশীপুর থানার পুলিশ পৌঁছয় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শওকত মোল্লার কোনও প্রতিক্রিয়া মেলেনি। গুরুত্বপূর্ণ নথি লুঠ করার অভিযোগ করেছেন তৃণমূল নেতা কাইজার।
