kolkata

3 hours ago

TMC: এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়লে রণক্ষেত্র হবে রাজ্য! তৃণমূলের স্পষ্ট হুঁশিয়ারি

kunal Ghosh
kunal Ghosh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিল্লির নির্বাচন কমিশনের ঘোষণায় বাংলা-সহ ১২ রাজ্যে আজ রাত থেকেই শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া। কিন্তু এই ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেস শানিয়েছে সতর্কবার্তা। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ স্পষ্ট জানালেন—রাজ্যের কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়লে এক লক্ষ কর্মী-সমর্থক নিয়ে সরাসরি দিল্লিতে অভিযান চালানো হবে, ঘেরাও করা হবে নির্বাচন কমিশনের দপ্তর।

আজ, সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে এসআইআর নিয়ে সাংবাদিক বৈঠক করা হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দেন পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে এসআইআর হবে। বিহারের পর এবার এই রাজ্যগুলিতেও এসআইআর প্রক্রিয়া হবে। বৈধ ভোটারদের তালিকা তৈরি করা হবে। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। সেই আবহে বাংলায় এসআইআর রাজনৈতিকভাবে যথেষ্ঠ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বিজেপি এসআইআরের আড়ালে বাংলায় ভোটার তালিকায় কারচুপির চেষ্টা করছে। সেই অভিযোগ আগেই রাজ্যের শাসক দল করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হুঁশিয়ারি দিয়েছেন। এবার এসআইআর জারির ক্ষেত্রে তৃণমূলের তরফে বার্তা দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে সাংবাদিকদের সামনে এসে এসআইআর নিয়ে সরব হল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানালেন, “একজন বৈধ ভোটার বা নাগরিকের নাম বাদ পড়লেও রাজ্যে শুরু হবে প্রতিবাদ।” তাঁর হুঁশিয়ারি—বৈধ ভোটারদের হয়রান করা হলে এক লক্ষ কর্মী-সমর্থককে নিয়ে দিল্লিতে অভিযান চালাবে তৃণমূল, ঘেরাও হবে নির্বাচন কমিশনের দপ্তর। কুণাল আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনওরকম অন্যায় না ঘটে। পাশাপাশি বিজেপির উসকানিতে পা না দিতে দলের কর্মীদেরও সতর্ক করেছেন তিনি।

You might also like!