Country

6 hours ago

Election Commission on Bihar SIR case: তালিকা সংশোধনে নির্বাচন কমিশনকে আধার, ভোটার কার্ডকে অন্তর্ভুক্ত করতে বলল সুপ্রিম কোর্ট

Supreme Court to hear Bihar voter list revision case
Supreme Court to hear Bihar voter list revision case

 

নয়াদিল্লি, ২৮ জুলাই : বিহারের ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে আধার এবং ভোটার কার্ডকে অন্তর্ভুক্ত করতে বলল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সূর্য কান্ত মন্তব্য করেন, পৃথিবীতে যে কোনও নথি জাল করা যেতে পারে। পাশাপাশি বিচারপতি নির্বাচন কমিশনকে এও স্পষ্ট করতে বলেন যে, কেন আধার এবং ভোটার কার্ডকে গ্রহণ করা হচ্ছে না— সেই স্বপক্ষে যুক্তি দিতে। প্রসঙ্গত, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে আধার, রেশন কার্ড, ভোটার কার্ডকে নথি হিসেবে বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার শুনানিতে এই নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আধার, ভোটার, রেশন কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে না নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত। শুধু তাই নয়, এই সব নথিও এই তালিকায় যোগ করার প্রয়োজন রয়েছে বলে জোর দিয়ে জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের উদ্দেশে বিচারপতি সূর্যকান্ত বলেন, পৃথিবীর যে কোনও নথিই তো জাল হতে পারে। তাহলে ভোটার, আধার, রেশন কার্ড নেবেন না কেন?
উল্লেখ্য, স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সব মামলা এক জায়গায় করে চলছে শুনানি। বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে এ দিনের শুনানিতেই আধার, ভোটার কার্ডকেও প্রামাণ্য নথি হিসেবে মান্যতা দেওয়ার কথা বলেন বিচারপতিরা।

You might also like!