কলকাতা, ৫ আগস্ট : বাংলা ভাষার বিতর্কে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গীর মন্তব্য পেশ করলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এক্সবার্তায় তিনি লিখেছেন, “‘বাঙাল’ ভাষা আর ‘বাংলাদেশী’ ভাষা এক জিনিস নয়। প্রথমটি পূর্ববাংলার হিন্দুদের কথ্য ভাষা, জেলা থেকে জেলায় পরিবর্তিত। যেমন, পশ্চিমবঙ্গে যা ‘আমাদের-তোমাদের', ঢাকাই কথ্য ভাষায় সেটা ‘আমাগো-তুমাগো', আমার পূর্বপুরুষের ভূমি কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ায় সেটা ‘আমরার-তুমরার'। ‘খালা', ‘পানি', ‘দুলাভাই', ‘ফকিন্নি' এই সব শব্দ এই বাঙাল ভাষায় নেই, কোটেশন হিসাবে ছাড়া এই ভাষা কখনো লেখা হয় না।
আর বাংলাদেশী ভাষা একটি formal লিখিত ভাষা। এটি মূলতঃ বাংলা, কিন্তু প্রচুর আরবী-ফার্সী শব্দ এতে ঢোকানো হয়েছে। উর্দুও একই ধরণের ভাষা - মূলত হিন্দি, কিন্তু ফার্সী শব্দে কণ্টকিত, এবং হিন্দিভাষীদের কাছে প্রায় অবোধ্য। বাংলাদেশী ভাষা এখনো অতটা হয় নি, তবে সেদিকেই যাচ্ছে। মোট কথা এই: বাঙাল ভাষা পূর্ববঙ্গীয় হিন্দুদের কথ্য ভাষা, বাংলাদেশী ভাষা বাংলাদেশের মুসলমানদের লিখিত ভাষা।”