শিমলা, ২ আগস্ট : ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হিমাচল প্রদেশে। বিগত কয়েকদিনের মুষলধারে বৃষ্টিপাতে হিমাচল প্রদেশে ব্যাপক ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে চাম্বা ও কাংড়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া দফতর আগামী ৬ আগস্ট পর্যন্ত হিমাচল প্রদেশের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। কাংড়া, কুল্লু, মান্ডি, শিমলা এবং সিরমৌর জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি ও ভূমিধসের কারণে হিমাচল প্রদেশজুড়ে ২৯১টি রাস্তা বন্ধ রয়েছে। এছাড়াও, ৪১৬টি বিদ্যুৎ ট্রান্সফরমার এবং ২১৯টি পানীয় জল প্রকল্প অকার্যকর। এই বর্ষার মরশুমে এখনও পর্যন্ত ১,৬৬২ কোটি টাকারও বেশি সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে।