Breaking News

 

Entertainment

2 months ago

Devoleena Bhattacharjee: রং ও ধর্ম নয়, মনুষ্যত্বই বড়—ঘৃণার বিরুদ্ধে মুখ খুললেন দেবলীনা

Devoleena Bhattacharjee
Devoleena Bhattacharjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুসলিম ধর্মাবলম্বী প্রেমিক শাহনওয়াজ শেখকে বিয়ে করার পর থেকেই কটাক্ষের নিশানায় পড়েছেন দেবলীনা ভট্টাচার্য। ধর্মনিরপেক্ষ দেশে বসেও তাঁর বিয়েকে ‘লাভ জেহাদ’ বলে আক্রমণ করতে পিছপা হয়নি একাংশ। নেটদুনিয়ার বিষাক্ত মন্তব্যে বারবার স্বামীর পক্ষ নিয়ে মুখ খুলেছেন এই মুম্বইবাসী বাঙালি অভিনেত্রী। ভিনধর্মে বিয়ে করেও সংসারে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন দেবলীনা। সম্প্রতি ছেলের মুখেভাতের অনুষ্ঠানটি সম্পূর্ণ বাঙালি রীতি মেনে পালন করে সে ছবিও শেয়ার করেন তিনি। আর তাতেই আবার ট্রোলের মুখে পড়তে হল তাঁকে—শুধু সন্তানের মুখ প্রকাশ্যে আনার কারণেই নতুন করে কটাক্ষের শিকার ‘গোপী বহু’।

সম্প্রতি স্বামী-সন্তানকে নিয়ে সংসার যাপনের একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন দেবলীনা। সেখানেই একের পর এক আক্রমণ ধেয়ে আসে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ‘ছোট পরিবার সুখী পরিবার।’ ব্যস, সেই ছবি ঘিরেই নেটভুবনে কটাক্ষের বন্যা। কারও মন্তব্য, ‘দেবলীনা এত ফর্সা তাহলে তাঁর সন্তান এত কালো কেন?’ কারও দাবি, ‘ফর্সা মায়ের কোলে এই শিশু বেমানান।’ কেউ কেউ আবার বলেন, ‘একেবারে বাবার মতো হয়েছে।’ একাংশ আবার মুসলিম পরিবারে বিয়ে করার প্রসঙ্গ টেনে দেবলীনার দুধের শিশুকে, ‘খুদে জঙ্গি’ বলেও কটাক্ষ করেন। যাবতীয় ট্রোল-মিম দেখে চুপ থাকেননি অভিনেত্রী। পালটা মোক্ষম জবাব দিয়েছেন। নিন্দুকদের উদ্দেশে তাঁর মন্তব্য, ‘আপনারা কী ভেবেছিলেন সন্তান কার মতো হবে? আপনাদের দেখতে কি প্রতিবেশীদের মতো?’ শুধু তাই নয়, অভিনেত্রীর কড়া হুশিয়ারি, ‘আমার সন্তানকে নিয়ে কোনও কটু কথা বললে ছেড়ে কথা বলব না!’

২০২২ সালের ডিসেম্বর মাসেই জিম প্রশিক্ষক শাহনওয়াজ শেখকে বিয়ে করেছেন দেবলীনা ভট্টাচার্য। চব্বিশ সালের ডিসেম্বর মাসে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তবে সন্তানের অন্নপ্রাশন অনুষ্ঠানের ছবি শেয়ার করেই প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনেন অভিনেত্রী। সেখানেই দেখা যায়, দেবলীনার ছেলের মুখেভাতের আয়োজন করা হয়েছে আদ্যোপান্ত বাঙালি রীতি মেনে। খুদের মাথায় ছোট্ট শোলার টোপর। কপালে চন্দনের টিপ। পরনে তার ধুতি-পাঞ্জাবি। বাড়িতে হোমযজ্ঞ, পুজোআর্চার ঝলকও দেখান ‘গোপী বহু’। দেবলীনার পাশে থেকে ছেলের মুখে ভাত দেন তাঁর স্বামী শাহনওয়াজ শেখও। তাঁরও পরনে পাঞ্জাবি-পাজামা। ঘরোয়াভাবে হলেও আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব মিলে হইহই করে সন্তানের অন্নপ্রাশন পালন করেছিলেন দেবলীনা। সেই পোস্টেই ছেলের নামও ফাঁস করলেন। সাধ করে নাম রেখেছেন জয়।

You might also like!