কুইটো, ২৯ জুলাই : কলম্বিয়া আর্জেন্টিনাকে পেনাল্টিতে হারিয়ে ২০২৫ সালের মহিলা কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। গোলশূন্য সেমিফাইনালের পর পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে হারিয়ে সোমবার মহিলা কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। "আমরা ফাইনালিস্ট, এবং আমরা লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছি, এটাই ছিল আমাদের লক্ষ্য। আমরা ফাইনালের জন্য প্রস্তুত," ম্যাচের পর কলম্বিয়া গোলরক্ষক তাপিয়া বলেন। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ব্রাজিল ও উরুগুয়ে। এই সেমিফাইনালের জয়ী দলের সঙ্গে কলম্বিয়া সোমবার ফাইনাল খেলবে।