Country

18 hours ago

Chandrashekhar Bawankule: সাপ ধরায় গুরুত্বপূর্ণ ভূমিকা সাপমিত্রদের, মিলবে পরিচয়পত্র ও ১০ লক্ষ টাকার বিমা,চন্দ্রশেখর বাওনকুলে

Chandrashekhar Bawankule
Chandrashekhar Bawankule

 

মুম্বই, ২৫ জুলাই  :সাপ রক্ষা ও বনজীবীদের সঙ্গে মানুষের সংঘর্ষ এড়াতে কাজ করা 'সাপমিত্র'দের জন্য সুখবর দিল মহারাষ্ট্র সরকার। এবার থেকে সাপমিত্ররা পাবেন সরকারি পরিচয়পত্র ও ১০ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমা। শুক্রবার এই ঘোষণা করলেন মহারাষ্ট্রের রাজস্বমন্ত্রী চন্দ্রশেখর বাওনকুলে। শুক্রবার সকালে সচিবালয়ে এক বৈঠকের পরে সাংবাদিকদের তিনি জানান, গ্রামীণ এলাকায় বিপজ্জনক পরিস্থিতিতে সাপ ধরার কাজ করেন বহু সাপমিত্র। তাঁদের কাজের স্বীকৃতি দিতে এবার সরকার তাঁদের ‘প্রয়োজনীয় পরিষেবা’ এবং ‘ফ্রন্টলাইন ওয়ার্কার’এর মর্যাদা দেওয়ার বিষয়েও ভাবনা-চিন্তা করছে।

এদিন মন্ত্রী আরও বলেন, বহুদিন ধরেই সাপমিত্রদের দুর্ঘটনাজনিত বিমা দেওয়ার দাবি উঠছিল। সেই প্রেক্ষিতে এবার তাদের জন্য পৃথক পোর্টাল তৈরি হবে, যেখানে প্রত্যেক সাপমিত্রের বিস্তারিত তথ্য থাকবে। সেই পোর্টাল থাকবে বন দফতরের ওয়েবসাইটে, যাতে সাধারণ মানুষ প্রয়োজনে সাপমিত্রদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব (বন দফতর) মিলিন্দ মহেসকর, প্রধান বন্যপ্রাণ সংরক্ষক এম. শ্রীনিবাস রাও, অল ইন্ডিয়া সাপমিত্র ও পশুমিত্র সংঘের সভাপতি অধ্যাপক সম্ভাজীরাও পাটিল প্রমুখ।

You might also like!