Breaking News
 
New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা! OBC Case: ওবিসি তালিকা নিয়ে হাই কোর্টের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য! Modi in London today: মুক্ত বাণিজ্যে নতুন যুগের সূচনা আজ! ব্রিটেনের পর মালদ্বীপ সফরে প্রধানমন্ত্রী মোদি

 

International

10 hours ago

New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ!

Manhattan shooting
Manhattan shooting

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফের বন্দুকবাজের হামলায় কাঁপল আমেরিকা। এবার তাণ্ডব চলল নিউ ইয়র্ক সিটির ব্যস্ততম কর্পোরেট এলাকা মিডটাউন ম্যানহাটনের ৩৪৫, পার্ক অ্যাভিনিউয়ে। সোমবার সন্ধ্যায় আচমকা গুলিবর্ষণে মৃত্যু হয়েছে অন্তত চারজনের, যাঁদের মধ্যে রয়েছেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের এক অফিসার। পুলিশের পালটা অভিযানে নিকেশ হয়েছে আততায়ীও। আতঙ্কে স্তব্ধ হয়ে যায় গোটা অঞ্চল। নিউ ইয়র্ক পুলিশ সূত্রে খবর, সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতল কর্পোরেট বিল্ডিংয়ের সামনে হঠাৎই এক ব্যক্তি লম্বা রাইফেল নিয়ে গুলিবর্ষণ শুরু করে। অফিস ছুটির সময় হওয়ায় এলাকায় সাধারণ কর্মীদের আনাগোনা ছিল যথেষ্ট। হঠাৎ হামলায় রাস্তায় থাকা বহু মানুষ দিশেহারা হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, আততায়ী পরিকল্পিতভাবে কর্পোরেট বিল্ডিং চত্বর বেছে নেয়। পুলিশের প্রাথমিক অনুমান, হামলাকারী 'লোন উলফ'—অর্থাৎ একাই এই হামলা চালিয়েছে। আততায়ীকে থামাতে গিয়ে প্রাণ হারান নিউ ইয়র্ক পুলিশ বিভাগের এক সাহসী অফিসার। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে  গেলে তাঁদের মধ্যে আরও তিনজনকে মৃত ঘোষণা করা হয়। নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিচ জানান, আততায়ীর হাতে ছিল একটি হাই-পাওয়ার রাইফেল। পুলিশ দ্রুত মোতায়েন হয়ে পালটা আক্রমণ চালিয়ে আততায়ীকে খতম করে। হামলার মোটিভ এখনো স্পষ্ট নয়। আততায়ীর পরিচয় জানার চেষ্টা চলছে। তার  কোনও জঙ্গিযোগ বা অতীত অপরাধমূলক রেকর্ড আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় কর্পোরেট কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়ায়। শহরের মেয়র এরিক অ্যাডামস নিজে সোশাল মিডিয়ায় পোস্ট করে নাগরিকদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানান। ঘোষণা করা হয়—“৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের আশপাশে  কেউ যেন না যান। যারা ভিতরে রয়েছেন, তাঁরা যেন ভিতরেই থাকেন।” 

নিউ ইয়র্কবাসী আবারও স্মরণ করলেন অতীতের বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা। সাধারণ নাগরিকদের নিরাপত্তা ঘিরে প্রশ্ন উঠছে বারবার। এই হামলার পরে ফের বন্দুক নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তবে আপাতত শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তে নামানো হয়েছে  সন্ত্রাস দমন শাখাকেও। এখনও পর্যন্ত আততায়ীর পরিচয় বা উদ্দেশ্য নিয়ে সরকারিভাবে কিছু ঘোষণা না হলেও, নিউ ইয়র্কের এই ঘটনা আরও একবার মনে করিয়ে দিল, বন্দুক সহিংসতা আমেরিকায় কতটা গভীর সংকটের চেহারা নিয়েছে।

You might also like!