Game

11 hours ago

Euro 2025 final result:স্পেনকে হারিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

Euro 2025 final result
Euro 2025 final result

 

জুরিখ, ২৮ জুলাই: রবিবার উইমেন’স ইউরোর ফাইনালে ১২০ মিনিটের লড়াই ১-১ গোলে শেষ হওয়ার পর, পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড।

দুই বছর আগে বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারলেও, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জিতে শিরোপা উৎসব করল ইংল্যান্ডের মহিলা খেলোয়াড়রা।

১৯৮৪ সালে প্রথম আসরের পর এবারই প্রথম টাইব্রেকারে নিষ্পত্তি হলো উইমেন’স ইউরোর ফাইনাল।

২০২৩ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর, এবার প্রথমবার ইউরোর ফাইনালে উঠলেও শিরোপা অধরাই থেকে গেল স্পেনের মহিলা খেলোয়াড়দের।

অন্যদিকে, তৃতীয় দল হিসেবে এই প্রতিযোগিতায় একাধিক শিরোপা জয়ের স্বাদ পেল ইংল্যান্ডের মহিলা খেলোয়াড়রা। দুইবারের শিরোপা জয়ী নরওয়েও। আর ইউরোর রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন জার্মানি।

ম্যাচে প্রায় ৬৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে গোলের জন্য ২২টি শট নেয়। পাঁচটি শট লক্ষ্যে রাখতে পারে স্পেন। ইংল্যান্ডের আট শটের পাঁচটি লক্ষ্যে ছিল।


You might also like!