কলকাতা, ২৩ জুলাই : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মাদক পাচার সংক্রান্ত আরও একটি বড় অভিযান চালিয়েছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জওয়ানরা উত্তর ২৪ পরগনা এবং নদীয়া জেলায় চোরাচালানের চেষ্টা ব্যর্থ করে দিয়ে মোট ৮৯.৪ কেজি গাঁজা উদ্ধার করেছে।
বুধবার এক বিবৃতিতে বিএসএফের এক আধিকারিক জানিয়েছে, মঙ্গলবার বিশেষ তথ্যের ভিত্তিতে ১৪৩তম ব্যাটালিয়নের আমোদিয়া সীমান্ত পোস্টের জওয়ানরা ওই এলাকায় কড়া নজরদারি চালায়। কর্তব্যরত জওয়ানরা দেখতে পান যে চার থেকে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তি ভারী বস্তা নিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে এগিয়ে আসছে। বিএসএফ জওয়ানরা তাৎক্ষণিকভাবে তাদের থামার জন্য সতর্ক করে এবং নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী সতর্কীকরণ গুলিও চালায়। নিরাপত্তা বাহিনীর সতর্কতা দেখে পাচারকারীরা বস্তা ফেলে পাশের আমোদিয়া গাজিপাড়া গ্রামের দিকে পালিয়ে যায়। ঘটনার পরপরই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়, তল্লাশি চলাকালীন তিনটি সন্দেহজনক বান্ডিল থেকে মোট ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত করা ৮৬টি প্যাকেটের মধ্যে রয়েছে এক কিলোগ্রামের ৩৪ প্যাকেট, ৫০০ গ্রামের ৩৬ প্যাকেট এবং ২৫০ গ্রামের ১৬টি প্যাকেট। এছাড়াও, অন্যান্য অভিযানে, ১১তম ব্যাটালিয়নের বোরিপোতা এবং রাণীনগর সীমান্ত পোস্ট থেকে ২৮.৪ কেজি গাঁজা এবং ৩২তম ব্যাটালিয়নের গেদে পোস্ট থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।