kolkata

5 hours ago

STF weapons recovery : এসটিএফের জালে কলকাতার আগ্নেয়াস্ত্রের শতাব্দী-প্রাচীন দোকানের ৩ মালিক

STF  weapons recovery
STF weapons recovery

 

কলকাতা, ৫ সেপ্টেম্বর: রহড়ার ফ্ল্যাটে বিপুল কার্তুজ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে বেঙ্গল এসটিএফের হাতে গ্রেফতার হয়েছেন শহরের শতাব্দী প্রাচীন দোকানের তিন মালিক।

গত ৪ জুলাই রহড়ার রিজেন্ট পার্কের একটি আবাসনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৯০৪ রাউন্ড গুলি এবং কয়েক লক্ষ টাকা উদ্ধার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর। ওই আবাসন থেকেই লিটন মুখোপাধ্যায় নামে এক অস্ত্র কারবারিকে ধরা হয়। পরে তাকে জেরা করে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে কংস প্রামাণিক নামে আরও এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তভার ব্যারাকপুর কমিশনারেটের হাত থেকে তুলে দেওয়া হল রাজ্য পুলিশের এসটিএফের হাতে।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফের একটি দল। সঙ্গে দোকান বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র। দোনলা ও একনলা বন্দুক মিলিয়ে মোট একচল্লিশটি বন্দুক উদ্ধার করে পুলিশ। কলকাতার ডালহৌসির দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে।

You might also like!