Odisha

9 hours ago

Odisha Accident: ওড়িশা থেকে ফেরার পথে জাতীয় সড়কে উল্টে গেল বাস, জখম ৫

Odisha Accident
Odisha Accident

 

কলকাতা, ২ সেপ্টেম্বর : মঙ্গলবার ভোরে ওড়িশা থেকে ফেরার পথে জাতীয় সড়কে উল্টে গেল বাস। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর থানা এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কের চাঙ্গুয়ালে। এদিন ওড়িশার ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরছিল বাসটি। ওই বাসে ৫৩ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। রাত থেকে বৃষ্টি হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি জাতীয় সড়কের ধারে উল্টে নিকাশি নালায় পড়ে যায়। ঘটনায় জখম হন পাঁচ জন যাত্রী। তাঁদের খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


You might also like!