Game

18 hours ago

Aryna Sabalenka: অবশেষে বছরের শেষ গ্র্যান্ড স্লাম জিতে ট্রফি জেতার আক্ষেপ ঘোচালেন সাবালেঙ্কা

Belarusian star Aryna Sabalenka
Belarusian star Aryna Sabalenka

 

কলকাতা, ৭ সেপ্টেম্বর : ২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কা। অবশেষে বছরের শেষ গ্র্যান্ড স্লাম জিতে ট্রফি জেতার আক্ষেপ ঘোচালেন তিনি। ইউএস ওপেনের মহিলা এককের ফাইনালে শনিবার যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে ট্রফি জিতেছেন সাবালেঙ্কা। দ্বিতীয় গেম সরাসরি জিততে না পারলেও ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে জয় তুলে নেন সাবালেঙ্কা। জেতেন টানা দ্বিতীয় ইউএস ওপেন এবং ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম। জয়ের পর সাবালেঙ্কা বলেছেন, ‘আগের দুটি ফাইনালে আমি আমার আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। তাই চাইনি এবারও তা ঘটুক। কিছু মুহূর্তে নিয়ন্ত্রণ হারানোর কাছাকাছি চলে গিয়েছিলাম, তবে শান্ত থাকতে পেরে ফিরে আসতে পেরেছি।’ সাবালেঙ্কার মতো আনিসিমোভাও দুটি ফাইনাল হারলেন। উইম্বলডনের পর যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা এখনও প্রথম গ্র্যান্ড স্লামের অপেক্ষায় থাকলেন।

You might also like!