দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশমতে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষায় বেআইনি চাকরিপ্রাপ্ত দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সোমবার এ তথ্য শীর্ষ আদালতে জানানো হয়েছে।শনিবার ১,৮০৬ জন দাগি অযোগ্যের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। তাঁদের মধ্যে যাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, তাঁদের অ্যাডমিট কার্ডও পরে বাতিল করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল, এক জন দাগিও যাতে নতুন নিয়োগে অংশ নিতে না পারেন। তা মেনেই এই পদক্ষেপ করেছিল কমিশন। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এসএসসি-র কাছে জানতে চান, সব ‘দাগি অযোগ্য’কে বাদ দেওয়া হয়েছে তো? জবাবে এসএসসি-র আইনজীবী বলেন, ‘‘হ্যাঁ, বাদ দেওয়া হয়েছে।’’
এসএসসি মামলায় একই বিষয় নিয়ে একাধিক পিটিশন জমা পড়ায় বিরক্তিও প্রকাশ করেছে দুই বিচারপতির বেঞ্চ। দুই বিচারপতিরই মন্তব্য, ‘‘একই বিষয়ে এত মামলা কেন? প্রতি দিন একই বিষয়ে এখানে মামলা আসছে। আমরা সব বিষয় বিবেচনা করেছি।’’
স্নাতক এবং স্নাতকোত্তরস্তরে ন্যূনতম নম্বর নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশেও হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। পাশাপাশিই এসএসসির নতুন নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলাও খারিজ করে দিয়েছেন বিচারপতিরা। তাঁরা বলেন, ‘‘নিয়োগ প্রক্রিয়ায় এসএসসির নীতিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়। ওই নিয়োগ প্রক্রিয়ায় সব বিষয় বিবেচনা করা হয়েছে। দাগি অযোগ্যদের বাদ দেওয়া হয়েছে।’’