Game

18 hours ago

FIFA World Cup 2026 Qualifiers: বিশ্বকাপ বাছাই, রোনাল্ডোর জোড়া গোলে আর্মেনিয়াকে হারাল পর্তুগাল, ইংল্যান্ডের চারে চার

Ronaldo, FIFA World Cup 2026 Qualifiers
Ronaldo, FIFA World Cup 2026 Qualifiers

 

লিসবন, ৭ সেপ্টেম্বর : ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা ভালো করল পর্তুগাল। নিজেদের প্রথম ম্যাচে শনিবার আর্মেনিয়াকে ৫ গোলে হারালো সেলেকাওরা। ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও জোয়াও ফেলিক্স। বিশ্বকাপ বাছাইয়ে ইতিহাসে আরেকটি গোল করলেই রোনাল্ডো সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। কারন গুয়েতেমালার ফুটবলার কার্লোস রুইজের গোলসংখ্যা ৩৯টি, আর রোনাল্ডোর গোলসংখ্যা এখন ৩৮টি। ‘এফ’ গ্রুপের ম্যাচের দশম মিনিটেই গোল করেন ফেলিক্স। ২১তম মিনিটে রোনাল্ডোর গোলে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগিজরা। জাতীয় দলের হয়ে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন রোনাল্ডো। ৩২ মিনিটে তৃতীয় গোলটি করেন কান্সেলো।

বিরতির পর খেলা শুরুর ৪৬ সেকেন্ডে দর্শনীয় একটি গোল করেন রোনাল্ডো আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১৪০টি। ম্যাচের ৬১ মিনিটে দলের পঞ্চম ও নিজের জোড়া গোল করেন জোয়াও ফেলিক্স। অন্যদিকে জয়ের ধারা অব্যাহত রেখে ইংল্যান্ড শনিবার অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়েছে। এদিকে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ডেকলান রাইস। চার ম্যাচের সবকটি জিতে ১২ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের সবগুলো হেরে সবার নিচে অ্যান্ডোরা। অ্যান্ডোরার বিপক্ষে সব মিলিয়ে আট ম্যাচের সবকটিই জিতল ইংল্যান্ড। বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ড অপরাজিত রইল। এই নিয়ে টানা ৩৫ ম্যাচে (২৭ জয়, ৮ ড্র)। তাদের সবশেষ হার ২০০৯ সালের অক্টোবরে, ইউক্রেইনের বিপক্ষে ১-০ গোলে। শুরু থেকে আক্রমণ করলেও প্রতিপক্ষের গোলমুখে ব্যর্থতার জন্য ইংল্যান্ডের খেলোয়াড়রা গোল পাননি । ২৫ মিনিটে ভাগ্যের ছোঁয়ায় গোল পায় তারা। ননি মাদুয়েকের ক্রস বক্সে হেডে ক্লিয়ারের চেষ্টায় নিজেদের জালে বল পাঠান অ্যান্ডোরার ডিফেন্ডার গার্সিয়া। এরপর ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। গোলটি করেন ডেকলান রাইস। এদিন গ্রুপের আরেক ম্যাচে লাটভিয়াকে ১-০ গোলে হারিয়েছে সার্বিয়া। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সার্বিয়া ।

You might also like!